বিনোদন ডেস্ক

মানবজাতির বিপদের বন্ধু হয়ে আবার ফিরছে সুপারম্যান। ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ১১ জুলাই। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে এই সুপারহিরোর গল্প। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, এবারের সুপারম্যান একটু বেশিই রাজনৈতিক।
সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান জানান, নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসন নীতির সমালোচনা আছে এতে। সিনেমাটি এমন এক মানুষের গল্প, যে আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।
জেমস গান বলেন, ‘সুপারম্যানের এ সিনেমায় বর্তমান আমেরিকার গল্প পাওয়া যাবে। একজন অভিবাসীর গল্প, যে অন্য একটি গ্রহ থেকে এসে এ দেশে জীবনযাপন করছে। তবে আমার কাছে এটি মানবিকতা ও দয়ার গল্প, যা আমরা হারিয়ে ফেলেছি।’
জেমস গান স্বীকার করেছেন, সুপারম্যানের এই গল্প বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নানা ধরনের অপব্যাখ্যা দাঁড় করাতে পারেন তাঁরা। তবে তাঁদের আপত্তিতে পরোয়া করেন না নির্মাতা। জেমস গান বলেন, ‘স্বাভাবিকভাবেই সমাজে এমন কিছু মানুষ থাকবে, যারা এটা নিয়ে আপত্তি তুলতে পারে। তবে তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
নির্মাতা জানিয়েছেন, সুপারম্যানের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে। জেমস গান বলেন, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হয়ে উঠতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নীচতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে এটা দেখে যদি কারও চেতনা জাগ্রত হয়, তাহলে খুশি হব।’
সুপারম্যান সিনেমার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।

মানবজাতির বিপদের বন্ধু হয়ে আবার ফিরছে সুপারম্যান। ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ১১ জুলাই। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে এই সুপারহিরোর গল্প। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, এবারের সুপারম্যান একটু বেশিই রাজনৈতিক।
সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান জানান, নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসন নীতির সমালোচনা আছে এতে। সিনেমাটি এমন এক মানুষের গল্প, যে আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।
জেমস গান বলেন, ‘সুপারম্যানের এ সিনেমায় বর্তমান আমেরিকার গল্প পাওয়া যাবে। একজন অভিবাসীর গল্প, যে অন্য একটি গ্রহ থেকে এসে এ দেশে জীবনযাপন করছে। তবে আমার কাছে এটি মানবিকতা ও দয়ার গল্প, যা আমরা হারিয়ে ফেলেছি।’
জেমস গান স্বীকার করেছেন, সুপারম্যানের এই গল্প বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নানা ধরনের অপব্যাখ্যা দাঁড় করাতে পারেন তাঁরা। তবে তাঁদের আপত্তিতে পরোয়া করেন না নির্মাতা। জেমস গান বলেন, ‘স্বাভাবিকভাবেই সমাজে এমন কিছু মানুষ থাকবে, যারা এটা নিয়ে আপত্তি তুলতে পারে। তবে তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
নির্মাতা জানিয়েছেন, সুপারম্যানের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে। জেমস গান বলেন, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হয়ে উঠতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নীচতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে এটা দেখে যদি কারও চেতনা জাগ্রত হয়, তাহলে খুশি হব।’
সুপারম্যান সিনেমার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৪ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২১ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২১ ঘণ্টা আগে