
গত ২ মে থেকে ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। আর হলিউডের এই ধর্মঘটের কারণে পিছিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড’-এর এবারের আসর। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারিতে এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ৭৫তম এমি অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু হলিউডে অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘট শেষ হচ্ছে না শিগগিরই।
কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা। শিল্পীরা শুটিং বন্ধ রাখার পাশাপাশি সিনেমার প্রিমিয়ার শো, প্রচার এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মতো আয়োজনেও যোগ দিচ্ছেন না।
গত মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।
ধর্মঘটের সময় কাজ করা থেকে বিরত থাকবেন লেখকেরাও। সাধারণত এমি অনুষ্ঠানের সঞ্চালক-উপস্থাপকদের জন্য চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়ে ডব্লিউজিএ সদস্যদের ওপর। ফলে এমির উপস্থাপকদের জন্য তৈরি হয়নি কোনো চিত্রনাট্য।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ‘এমি অ্যাওয়ার্ড’। ৭৫তম এমি অ্যাওয়ার্ডের আসরে সর্বোচ্চ ২৭টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘সাকসেশন’। মনোনয়নের দিক থেকে ‘সাকসেশন’-এর পরেই আছে ‘দ্য লাস্ট অব আস’। ড্রামা সিরিজটি ২৪টি মনোনয়ন পেয়েছে। এরপর আছে ‘দ্য হোয়াইট লোটাস’। ২৩টি মনোনয়ন পেয়েছে এই সিরিজ। ‘টেড লাস্যো’ পেয়েছে ২১টি মনোনয়ন।

গত ২ মে থেকে ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। আর হলিউডের এই ধর্মঘটের কারণে পিছিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড’-এর এবারের আসর। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারিতে এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ৭৫তম এমি অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু হলিউডে অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘট শেষ হচ্ছে না শিগগিরই।
কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা। শিল্পীরা শুটিং বন্ধ রাখার পাশাপাশি সিনেমার প্রিমিয়ার শো, প্রচার এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মতো আয়োজনেও যোগ দিচ্ছেন না।
গত মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।
ধর্মঘটের সময় কাজ করা থেকে বিরত থাকবেন লেখকেরাও। সাধারণত এমি অনুষ্ঠানের সঞ্চালক-উপস্থাপকদের জন্য চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়ে ডব্লিউজিএ সদস্যদের ওপর। ফলে এমির উপস্থাপকদের জন্য তৈরি হয়নি কোনো চিত্রনাট্য।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ‘এমি অ্যাওয়ার্ড’। ৭৫তম এমি অ্যাওয়ার্ডের আসরে সর্বোচ্চ ২৭টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘সাকসেশন’। মনোনয়নের দিক থেকে ‘সাকসেশন’-এর পরেই আছে ‘দ্য লাস্ট অব আস’। ড্রামা সিরিজটি ২৪টি মনোনয়ন পেয়েছে। এরপর আছে ‘দ্য হোয়াইট লোটাস’। ২৩টি মনোনয়ন পেয়েছে এই সিরিজ। ‘টেড লাস্যো’ পেয়েছে ২১টি মনোনয়ন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে