
হলিউডের একটি সিনেমার শুটিংয়ের সময় প্রপ গানের গুলিতে সেটেই প্রাণ হারিয়েছেন সিনেমার আলোকচিত্র পরিচালক। গুরুতর আহত হয়েছেন পরিচালকও। ঘটনাটি ঘটেছে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। সেখানে উনিশ শতকের ঘটনা অবলম্বনে ওয়েস্টার্ন সিনেমা ‘রাস্ট’-এর শুটিং চলছিল।
সিনেমার পরিচালক জোয়েল সুজাকে (৪৮) পার্শ্ববর্তী বোনানজা ক্রিক রেঞ্চের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, তারা ঘটনাটির তদন্ত করছেন। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অ্যালেক বলডউইন। সম্প্রতি স্যাটার ডে নাইট লাইভ শোতে ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে কমেডি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলডউইন। রাস্ট সিনেমার সহ-প্রযোজকও তিনি। তাঁর একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন, ব্ল্যাঙ্ক ভর্তি একটি প্রপ গানের মিসফায়ার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।
সান্টা ফে শেরিফের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বলডউইনকে গোয়েন্দারা ডেকেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবশ্য বলডউইন নিজ থেকেই গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন। বেরিয়ে আসার পর তাঁকে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছিল।
নিহত ক্রু মেম্বার হ্যালিনা হাচিনসের জন্ম ইউক্রেনে। বড় হয়েছেন দক্ষিণ মেরুতে একটি সোভিয়েত সামরিক ঘাঁটিতে। কাইভে সাংবাদিকতায় পড়েছেন। এরপর লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে আমেরিকান সিনেমাটোগ্রাফার ম্যাগাজিনে তাঁকে ‘উদীয়মান তারকা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
রাস্ট চলচ্চিত্রের শুটিংয়ে বৃহস্পতিবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো সেরকম ঘটনা বিরল হলেও এটিই প্রথম নয়।
শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রে সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। তবে এই অস্ত্রে থাকে ব্ল্যাঙ্ক গুলি। অর্থাৎ সাধারণ কার্তুজের মতো গান পাউডার, খোসা এবং গোড়ায় ফায়ারিং পিন থাকলেও মাথায় কোনো বুলেট থাকে না। ফায়ার করলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং বন্দুক থেকে তীব্র গতিতে খোসা বেরিয়ে যায়। ফলে খুব কাছাকাছি কারও লাগলে গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯৩ সালে ব্রুস লির ছেলে ব্র্যানডন লি (২৮) ‘দ্য ক্র’ সিনেমার সেটে দুর্ঘটনাবশত প্রপ গানের গুলিতে নিহত হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে, বন্দুকটি এর আগে একবার ফায়ার করা হয়েছিল কিন্তু গুলি নলে আটকে গিয়েছিল। দ্বিতীয়বার ফায়ার করার সময় সেই গুলি বেরিয়ে সরাসরি ব্র্যানডল লির গায়ে লাগে। বৃহস্পতিবারের ঘটনা শোনার পর ব্র্যানডন লির বোন শ্যানন টুইট করে হতাহত ও সিনেমার ক্রুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হলিউডের একটি সিনেমার শুটিংয়ের সময় প্রপ গানের গুলিতে সেটেই প্রাণ হারিয়েছেন সিনেমার আলোকচিত্র পরিচালক। গুরুতর আহত হয়েছেন পরিচালকও। ঘটনাটি ঘটেছে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। সেখানে উনিশ শতকের ঘটনা অবলম্বনে ওয়েস্টার্ন সিনেমা ‘রাস্ট’-এর শুটিং চলছিল।
সিনেমার পরিচালক জোয়েল সুজাকে (৪৮) পার্শ্ববর্তী বোনানজা ক্রিক রেঞ্চের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, তারা ঘটনাটির তদন্ত করছেন। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অ্যালেক বলডউইন। সম্প্রতি স্যাটার ডে নাইট লাইভ শোতে ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে কমেডি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলডউইন। রাস্ট সিনেমার সহ-প্রযোজকও তিনি। তাঁর একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন, ব্ল্যাঙ্ক ভর্তি একটি প্রপ গানের মিসফায়ার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।
সান্টা ফে শেরিফের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বলডউইনকে গোয়েন্দারা ডেকেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবশ্য বলডউইন নিজ থেকেই গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন। বেরিয়ে আসার পর তাঁকে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছিল।
নিহত ক্রু মেম্বার হ্যালিনা হাচিনসের জন্ম ইউক্রেনে। বড় হয়েছেন দক্ষিণ মেরুতে একটি সোভিয়েত সামরিক ঘাঁটিতে। কাইভে সাংবাদিকতায় পড়েছেন। এরপর লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে আমেরিকান সিনেমাটোগ্রাফার ম্যাগাজিনে তাঁকে ‘উদীয়মান তারকা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
রাস্ট চলচ্চিত্রের শুটিংয়ে বৃহস্পতিবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো সেরকম ঘটনা বিরল হলেও এটিই প্রথম নয়।
শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রে সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। তবে এই অস্ত্রে থাকে ব্ল্যাঙ্ক গুলি। অর্থাৎ সাধারণ কার্তুজের মতো গান পাউডার, খোসা এবং গোড়ায় ফায়ারিং পিন থাকলেও মাথায় কোনো বুলেট থাকে না। ফায়ার করলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং বন্দুক থেকে তীব্র গতিতে খোসা বেরিয়ে যায়। ফলে খুব কাছাকাছি কারও লাগলে গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯৩ সালে ব্রুস লির ছেলে ব্র্যানডন লি (২৮) ‘দ্য ক্র’ সিনেমার সেটে দুর্ঘটনাবশত প্রপ গানের গুলিতে নিহত হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে, বন্দুকটি এর আগে একবার ফায়ার করা হয়েছিল কিন্তু গুলি নলে আটকে গিয়েছিল। দ্বিতীয়বার ফায়ার করার সময় সেই গুলি বেরিয়ে সরাসরি ব্র্যানডল লির গায়ে লাগে। বৃহস্পতিবারের ঘটনা শোনার পর ব্র্যানডন লির বোন শ্যানন টুইট করে হতাহত ও সিনেমার ক্রুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৬ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৬ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৮ ঘণ্টা আগে