
শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় চাকরি হারিয়েছিলেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরিয়ানকে মুক্ত করতে ২৫ কোটি রুপি চেয়েছিলেন সমীর। ভিজিল্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়।
এদিকে সিবিআই সূত্রের খবর, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতেই দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তার পরই সমীরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে সিবিআই।
তবে সমীর দিল্লি হাইকোর্টের কাছে সমন বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।
সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআই থেকে তিনি লিখিত অনুমোদন নেন।
২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। তখন মাদকের ঘটনায় আরিয়ান খানের বিরুদ্ধে মামলা হয়। চার সপ্তাহ জেল খেটেছিলেন আরিয়ান।
পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে গত বছরের মে মাসে ওই মামলা থেকে খালাস পান আরিয়ান। সে সময় এএনসিবি মুম্বাই শাখার বিভাগীয় প্রধান ছিলেন সমীর ওয়াংখেড়ে।
যথাযথ তথ্য-প্রমাণ ছাড়াই আরিয়ান খান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে সমীর ওয়াংখেড়েকে এনসিবি থেকে সরিয়ে দিয়ে গত বছরের মে মাসে ডিরেক্টোরেট জেনারেল অব ট্যাক্সপেয়ার সার্ভিসের চেন্নাই শাখায় বদলি করা হয়েছিল।

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় চাকরি হারিয়েছিলেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরিয়ানকে মুক্ত করতে ২৫ কোটি রুপি চেয়েছিলেন সমীর। ভিজিল্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়।
এদিকে সিবিআই সূত্রের খবর, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতেই দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তার পরই সমীরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে সিবিআই।
তবে সমীর দিল্লি হাইকোর্টের কাছে সমন বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।
সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআই থেকে তিনি লিখিত অনুমোদন নেন।
২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। তখন মাদকের ঘটনায় আরিয়ান খানের বিরুদ্ধে মামলা হয়। চার সপ্তাহ জেল খেটেছিলেন আরিয়ান।
পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে গত বছরের মে মাসে ওই মামলা থেকে খালাস পান আরিয়ান। সে সময় এএনসিবি মুম্বাই শাখার বিভাগীয় প্রধান ছিলেন সমীর ওয়াংখেড়ে।
যথাযথ তথ্য-প্রমাণ ছাড়াই আরিয়ান খান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে সমীর ওয়াংখেড়েকে এনসিবি থেকে সরিয়ে দিয়ে গত বছরের মে মাসে ডিরেক্টোরেট জেনারেল অব ট্যাক্সপেয়ার সার্ভিসের চেন্নাই শাখায় বদলি করা হয়েছিল।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৬ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৬ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৮ ঘণ্টা আগে