
সম্প্রতি ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হওয়ার খবর দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। তবে তখন সন্তানের মায়ের ব্যাপারে কিছুই জানাননি তিনি। এবার সন্তানের ছবি ও সন্তানের মায়ের ব্যাপারে জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো সিবিএস মর্নিংয়ে সদ্যোজাত কন্যার ছবি এবং নাম প্রকাশ করেছেন রবার্ট ডি নিরো। জানিয়েছেন, মেয়ের নাম জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। প্রেমিকা টিফানি চেনের নামের অংশ রাখা হয়েছে মেয়ের নামে। জিয়ার জন্ম হয়েছে গত ৬ এপ্রিল।
টেলিভিশন শোটির টুইটার অ্যাকাউন্টে রবার্ট ডি নিরোর মেয়ের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। সেখানেই সব তথ্য দেওয়া হয়েছে। টেলিভিশন শো-এ অভিনেতা জানিয়েছেন, ‘দুজনে মিলেই সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তারা।’
‘দ্য আইরিশম্যান’ তারকা রবার্ট ডি নিরো ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে পুরো বিশ্বের কাছে পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং পুরো ক্যারিয়ার সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।
সম্প্রতি নিজের সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় জনপ্রিয় এ অভিনেতা সংবাদটি জানান। সিনেমাটির প্রচারণার সময় ইটি কানাডার সঙ্গে সাক্ষাৎকারের সময় নিরোকে তাঁর ছয় সন্তান সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে রবার্ট ডি নিরো জানান বর্তমানে তিনি সাত সন্তানের পিতা। অভিনেতা বলেন, ‘অল্প কিছুদিন আগেই আমার আরেকটি সন্তান জন্ম নিয়েছে।’ সন্তান জন্মের খবর দিলেও এই সন্তানের মায়ের পরিচয় কিংবা সন্তান ছেলে নাকি মেয়ে সেই খবর তখন জানাননি অভিনেতা। যদিও তাঁর বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগেই একটি বেবিবাম্পসহ ছবি শেয়ার করেছিলেন।
একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেতা তার প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দিয়েছেন। ১৯৯৫ সালে তিনি তার প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে স্বাগত জানান। ডি নিরোর আরও একটি ছেলে এলিয়ট (২৪), এবং একটি মেয়ে হেলেন গ্রেস (১১) রয়েছে, তার প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।
হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

সম্প্রতি ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হওয়ার খবর দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। তবে তখন সন্তানের মায়ের ব্যাপারে কিছুই জানাননি তিনি। এবার সন্তানের ছবি ও সন্তানের মায়ের ব্যাপারে জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো সিবিএস মর্নিংয়ে সদ্যোজাত কন্যার ছবি এবং নাম প্রকাশ করেছেন রবার্ট ডি নিরো। জানিয়েছেন, মেয়ের নাম জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। প্রেমিকা টিফানি চেনের নামের অংশ রাখা হয়েছে মেয়ের নামে। জিয়ার জন্ম হয়েছে গত ৬ এপ্রিল।
টেলিভিশন শোটির টুইটার অ্যাকাউন্টে রবার্ট ডি নিরোর মেয়ের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। সেখানেই সব তথ্য দেওয়া হয়েছে। টেলিভিশন শো-এ অভিনেতা জানিয়েছেন, ‘দুজনে মিলেই সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তারা।’
‘দ্য আইরিশম্যান’ তারকা রবার্ট ডি নিরো ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে পুরো বিশ্বের কাছে পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং পুরো ক্যারিয়ার সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।
সম্প্রতি নিজের সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় জনপ্রিয় এ অভিনেতা সংবাদটি জানান। সিনেমাটির প্রচারণার সময় ইটি কানাডার সঙ্গে সাক্ষাৎকারের সময় নিরোকে তাঁর ছয় সন্তান সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে রবার্ট ডি নিরো জানান বর্তমানে তিনি সাত সন্তানের পিতা। অভিনেতা বলেন, ‘অল্প কিছুদিন আগেই আমার আরেকটি সন্তান জন্ম নিয়েছে।’ সন্তান জন্মের খবর দিলেও এই সন্তানের মায়ের পরিচয় কিংবা সন্তান ছেলে নাকি মেয়ে সেই খবর তখন জানাননি অভিনেতা। যদিও তাঁর বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগেই একটি বেবিবাম্পসহ ছবি শেয়ার করেছিলেন।
একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেতা তার প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দিয়েছেন। ১৯৯৫ সালে তিনি তার প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে স্বাগত জানান। ডি নিরোর আরও একটি ছেলে এলিয়ট (২৪), এবং একটি মেয়ে হেলেন গ্রেস (১১) রয়েছে, তার প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।
হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১৩ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১৮ ঘণ্টা আগে