
ক্যানসারে আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন। গত ১৩ মার্চ ইনস্টাগ্রাম পোস্টে স্তন ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। গত দশ মাসে চারবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। এত দিন বিষয়টি একেবারে গোপন রেখেছেন তিনি। এমনকি গত ১১ মার্চ ৯৬তম অস্কারেও হাজির ছিলেন অলিভিয়া। সেখানেও বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি অভিনেত্রী।
ইনস্টাগ্রামে হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’ খ্যাত অলিভিয়া লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার স্তন ক্যানসার শনাক্ত হয়।’
কঠিন সেই সময়ের কথা উল্লেখ করে ৪৩ বয়সী অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এই সময়ে আমি ক্যানসার ও তাঁর চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’
অলিভিয়া জানিয়েছেন, গত ১০ মাসে ৪টি অস্ত্রোপচার করা হয়েছে অভিনেত্রীর। বায়োপসির ৩০ দিন পরে একটি ডাবল ম্যাস্টেক্টমি করা হয়েছিল। আরও জানিয়েছেন, যে সমস্ত দিনগুলো বিছানায় শুয়ে কাটিয়েছেন, সেই সময় তিনি ক্যানসার ও চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছেন। তাঁর কথায়, ‘আশ্চর্যজনকভাবে, আমি মাত্র দুবার কেঁদেছি। আমার মনে হয় এটা কান্নার সময় ছিল বলে আমার মনে হয়নি।’ পোস্টে বন্ধু, পরিবার, বিশেষ করে তার সঙ্গী এবং কৌতুক অভিনেতা জন মুলানিকে ধন্যবাদ জানিয়েছেন অলিভিয়া।
উল্লেখ্য, ‘আয়রন ম্যান টু’ সিনেমাতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’, এতে সাইলক নামক চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবি। এরপর আর অবশ্য কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে।

ক্যানসারে আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন। গত ১৩ মার্চ ইনস্টাগ্রাম পোস্টে স্তন ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। গত দশ মাসে চারবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। এত দিন বিষয়টি একেবারে গোপন রেখেছেন তিনি। এমনকি গত ১১ মার্চ ৯৬তম অস্কারেও হাজির ছিলেন অলিভিয়া। সেখানেও বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি অভিনেত্রী।
ইনস্টাগ্রামে হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’ খ্যাত অলিভিয়া লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার স্তন ক্যানসার শনাক্ত হয়।’
কঠিন সেই সময়ের কথা উল্লেখ করে ৪৩ বয়সী অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এই সময়ে আমি ক্যানসার ও তাঁর চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’
অলিভিয়া জানিয়েছেন, গত ১০ মাসে ৪টি অস্ত্রোপচার করা হয়েছে অভিনেত্রীর। বায়োপসির ৩০ দিন পরে একটি ডাবল ম্যাস্টেক্টমি করা হয়েছিল। আরও জানিয়েছেন, যে সমস্ত দিনগুলো বিছানায় শুয়ে কাটিয়েছেন, সেই সময় তিনি ক্যানসার ও চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছেন। তাঁর কথায়, ‘আশ্চর্যজনকভাবে, আমি মাত্র দুবার কেঁদেছি। আমার মনে হয় এটা কান্নার সময় ছিল বলে আমার মনে হয়নি।’ পোস্টে বন্ধু, পরিবার, বিশেষ করে তার সঙ্গী এবং কৌতুক অভিনেতা জন মুলানিকে ধন্যবাদ জানিয়েছেন অলিভিয়া।
উল্লেখ্য, ‘আয়রন ম্যান টু’ সিনেমাতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’, এতে সাইলক নামক চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবি। এরপর আর অবশ্য কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৬ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৬ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৬ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৬ ঘণ্টা আগে