
মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন এলিজাবেথ ওলসেন। এরপর থেকে টিভি সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। ২০ বছর বয়সে ‘সাইলেন্ট হাউস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে তাঁর অভিনয়ের সুযোগ আসে। চলচ্চিত্রটি বেশ প্রশংসিতও হয়। একই বছর পরপর আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এলিজাবেথ।
২০১১ সালে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মার্থা মার্সি মারলিন’ অভিনয় করে হলিউড জুড়ে পরিচিতি পান এলিজাবেথ। ২০১৪ সালে এলিজাবেথ ওলসেন অভিনয় করেন সারা বিশ্বে আলোড়ন তোলা চলচ্চিত্র ‘গডজিলা’য়। চলচ্চিত্রটি যেমন অর্জন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, পাশাপাশি এলিজাবেথকেও এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
২০১৫ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে একই চরিত্র নিয়ে আবারও হাজির হন অ্যাভেঞ্জার্সের পরবর্তী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রটিতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওয়ানডা ম্যাক্সিমফ চরিত্রে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন এলিজাবেথ।
গডজিলা, অ্যাভেঞ্জার্সের বাইরেও বেশ সফল অভিনেত্রী হিসেবেই তাঁকে আরও বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায়। এর মধ্যে—ভেরি গুড গার্লস, লিবারেল আর্টস, আই স দ্য লাইট, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, উইন্ড রিভার অন্যতম।
অ্যাভেঞ্জার্স সিরিজের ইনফিনিটি ওয়ার সিনেমাটির মাধ্যমে ২০১৮ সাল মাতিয়েই থেমে যাননি এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একই সিরিজের সিনেমা এন্ডগেম দিয়ে ২০১৯ সালেও উজ্জ্বল ছিলেন।
গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’–এ এলিজাবেথকে দেখা যায়। চলচ্চিত্রটি মুক্তির প্রথম মাসেই ৮৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করে।
তুমুল জনপ্রিয় এইচবিও সিরিজ ‘গেম অব থ্রন’–এর মাদার অব ড্রাগন ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অডিশন দিয়েছিলেন এলিজাবেথ ওলসেন। শেষ পর্যন্ত চরিত্রটি তিনি পাননি। সেই চরিত্রটি পান ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
এলিজাবেথ ওলসেন দুই বিখ্যাত আমেরিকান নির্মাতা কোয়েন ব্রাদার্সের দারুণ ভক্ত। এই দুই ভাইয়ের নির্মিত চলচ্চিত্রের সঙ্গে মিল রেখে প্রিয় পোষ্য কুকুরের নাম রেখেছেন ‘ফার্গো’।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ছিল এলিজাবেথ ওলসেনের জন্মদিন। ১৯৮৯ সালে জন্ম এই অভিনেত্রীর। সে হিসাবে তিনি ৩৫ বছরে পা দিলেন তিনি।


মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন এলিজাবেথ ওলসেন। এরপর থেকে টিভি সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। ২০ বছর বয়সে ‘সাইলেন্ট হাউস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে তাঁর অভিনয়ের সুযোগ আসে। চলচ্চিত্রটি বেশ প্রশংসিতও হয়। একই বছর পরপর আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এলিজাবেথ।
২০১১ সালে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মার্থা মার্সি মারলিন’ অভিনয় করে হলিউড জুড়ে পরিচিতি পান এলিজাবেথ। ২০১৪ সালে এলিজাবেথ ওলসেন অভিনয় করেন সারা বিশ্বে আলোড়ন তোলা চলচ্চিত্র ‘গডজিলা’য়। চলচ্চিত্রটি যেমন অর্জন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, পাশাপাশি এলিজাবেথকেও এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
২০১৫ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে একই চরিত্র নিয়ে আবারও হাজির হন অ্যাভেঞ্জার্সের পরবর্তী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রটিতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওয়ানডা ম্যাক্সিমফ চরিত্রে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন এলিজাবেথ।
গডজিলা, অ্যাভেঞ্জার্সের বাইরেও বেশ সফল অভিনেত্রী হিসেবেই তাঁকে আরও বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায়। এর মধ্যে—ভেরি গুড গার্লস, লিবারেল আর্টস, আই স দ্য লাইট, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, উইন্ড রিভার অন্যতম।
অ্যাভেঞ্জার্স সিরিজের ইনফিনিটি ওয়ার সিনেমাটির মাধ্যমে ২০১৮ সাল মাতিয়েই থেমে যাননি এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একই সিরিজের সিনেমা এন্ডগেম দিয়ে ২০১৯ সালেও উজ্জ্বল ছিলেন।
গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’–এ এলিজাবেথকে দেখা যায়। চলচ্চিত্রটি মুক্তির প্রথম মাসেই ৮৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করে।
তুমুল জনপ্রিয় এইচবিও সিরিজ ‘গেম অব থ্রন’–এর মাদার অব ড্রাগন ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অডিশন দিয়েছিলেন এলিজাবেথ ওলসেন। শেষ পর্যন্ত চরিত্রটি তিনি পাননি। সেই চরিত্রটি পান ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
এলিজাবেথ ওলসেন দুই বিখ্যাত আমেরিকান নির্মাতা কোয়েন ব্রাদার্সের দারুণ ভক্ত। এই দুই ভাইয়ের নির্মিত চলচ্চিত্রের সঙ্গে মিল রেখে প্রিয় পোষ্য কুকুরের নাম রেখেছেন ‘ফার্গো’।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ছিল এলিজাবেথ ওলসেনের জন্মদিন। ১৯৮৯ সালে জন্ম এই অভিনেত্রীর। সে হিসাবে তিনি ৩৫ বছরে পা দিলেন তিনি।


কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১১ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১১ ঘণ্টা আগে