বিনোদন ডেস্ক

‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা। গতকাল প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে সিনেমার ট্রেলার। এতে আরও অপ্রতিরোধ্য টম ক্রুজ।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং হতে পারে ইথান হান্ট হিসেবে টম ক্রুজের শেষ সিনেমা। ট্রেলারেও পাওয়া গেল সে ইঙ্গিত, শেষ দৃশ্যে তিনি বলছেন, ‘শেষবারের মতো তোমাদের ভরসা আমার দরকার।’ শেষ সিনেমাতেও এতটুকু ছাড় দেননি টম ক্রুজ। সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন। শেষ মিশনে পুরোনো সহকর্মীদের জড়ো করতে দেখা যায় ইথান হান্টকে, তাই ট্রেলারে ঘুরেফিরে এসেছে আগের পর্বগুলোর বিভিন্ন ক্লিপস।
মিশন: ইমপসিবল সিরিজের অষ্টম সিনেমা এটি। শেষ পর্বের গল্প বলা হয়েছে দুই ভাগে। এর আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ এআই প্রোগ্রাম ছিল গল্পের কেন্দ্রে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ। দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। তাদের নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজে বের করতে হবে, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ কোড।
টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ। আগামী ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৪ মে প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে।

‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা। গতকাল প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে সিনেমার ট্রেলার। এতে আরও অপ্রতিরোধ্য টম ক্রুজ।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং হতে পারে ইথান হান্ট হিসেবে টম ক্রুজের শেষ সিনেমা। ট্রেলারেও পাওয়া গেল সে ইঙ্গিত, শেষ দৃশ্যে তিনি বলছেন, ‘শেষবারের মতো তোমাদের ভরসা আমার দরকার।’ শেষ সিনেমাতেও এতটুকু ছাড় দেননি টম ক্রুজ। সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন। শেষ মিশনে পুরোনো সহকর্মীদের জড়ো করতে দেখা যায় ইথান হান্টকে, তাই ট্রেলারে ঘুরেফিরে এসেছে আগের পর্বগুলোর বিভিন্ন ক্লিপস।
মিশন: ইমপসিবল সিরিজের অষ্টম সিনেমা এটি। শেষ পর্বের গল্প বলা হয়েছে দুই ভাগে। এর আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ এআই প্রোগ্রাম ছিল গল্পের কেন্দ্রে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ। দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। তাদের নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজে বের করতে হবে, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ কোড।
টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ। আগামী ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৪ মে প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
২ ঘণ্টা আগে