বিনোদন ডেস্ক
অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে কত স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের! থাকে কত প্রস্তুতি! অনুষ্ঠানে অংশ নিতে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিশেষ গাউন ও গয়না তৈরির কাজ। আর যদি এটা হয় অস্কারের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, তাহলে তো ঘুমই উড়ে যায় তারকাদের! এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম ছিলেন অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন। সর্বোচ্চবার সেরা অভিনেত্রী হয়েও পুরস্কার নিতে কখনো যাননি অস্কার অনুষ্ঠানে!
ছয় দশকের বেশি সময় ধরে হলিউডে রাজত্ব করেছেন অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন। ‘মর্নিং গ্লোরি’ সিনেমার জন্য ১৯৩৪ সালে মাত্র ২৬ বছর বয়সে প্রথম অস্কার পান তিনি। এর দুই বছর আগে অভিনেত্রী হিসেবে অভিষেক তাঁর। দ্বিতীয় অস্কারটি জেতেন অনেক বছর পর, ১৯৬৮ সালে, ‘গেজ হু ইজ কামিং টু ডিনার’ সিনেমার জন্য। পরের বছরই ‘আ লায়ন ইন উইন্টার’ দিয়ে তৃতীয় অস্কার এবং সর্বশেষ অস্কারটি পান ১৯৮২ সালে ‘অন গোল্ডেন পন্ড’ সিনেমার কল্যাণে।
দীর্ঘ ক্যারিয়ারে চারবার অস্কার জেতা ছাড়া আরও আটবার পেয়েছেন মনোনয়ন। সেরা অভিনেত্রী হিসেবে এতবার অস্কার জেতার সৌভাগ্য কারও হয়নি। তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হেপবার্নের কাছাকাছি আছেন ‘নোম্যাডল্যান্ড’খ্যাত অভিনেত্রী ফ্রান্সের ম্যাকডোরম্যান্ড। ক্যাথরিন হেপবার্নের সর্বশেষ অস্কারপ্রাপ্তির চার দশক পেরিয়ে গেছে, এখনো এ রেকর্ড রয়ে গেছে তাঁর দখলে। তবে একটি বিষয় খুব বিস্মিত হওয়ার মতো, পুরস্কার নিতে কখনো অস্কার অনুষ্ঠানে যাননি তিনি।
পর্দায় অভিনেত্রী হিসেবে যতটা চমৎকার ছিলেন ক্যাথরিন হেপবার্ন, ব্যক্তিজীবনে ছিলেন ততটাই দৃঢ় ব্যক্তিত্বের। ফিল্মি পার্টিতে তাঁর যাতায়াত ছিল সীমিত। সংবাদমাধ্যমকে এড়িয়ে চলতেন। যেতেন না কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সব সময়ই বলতেন, ‘এসব পুরস্কারের কোনো মূল্য নেই। আমার কাজই আমার আসল পুরস্কার।’
দীর্ঘ অভিনয়জীবনে মাত্র একবারই অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল ক্যাথরিন হেপবার্নকে। ১৯৭৪ সালে। সেবার অবশ্য পুরস্কার নিতে নয়, দিতে গিয়েছিলেন। তাঁর বন্ধু প্রযোজক লরেন্স ওয়েইনগার্টেনের হাতে তুলে দিয়ছিলেন আরভিং জি থালবার্গ মেমোরিয়াল পুরস্কার।
শুধু সিনেমা নয়, মঞ্চনাটকেও আলো ছড়িয়েছেন ক্যাথরিন হেপবার্ন। অভিনয় করেছেন ৪৪টি সিনেমা, ৮টি টেলিমুভি ও ৩৩টি মঞ্চনাটকে। অস্কার ছাড়াও পেয়েছেন ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস। সম্মানিত হয়েছেন কান, ভেনিসসহ বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোয়।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে কত স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের! থাকে কত প্রস্তুতি! অনুষ্ঠানে অংশ নিতে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিশেষ গাউন ও গয়না তৈরির কাজ। আর যদি এটা হয় অস্কারের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, তাহলে তো ঘুমই উড়ে যায় তারকাদের! এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম ছিলেন অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন। সর্বোচ্চবার সেরা অভিনেত্রী হয়েও পুরস্কার নিতে কখনো যাননি অস্কার অনুষ্ঠানে!
ছয় দশকের বেশি সময় ধরে হলিউডে রাজত্ব করেছেন অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন। ‘মর্নিং গ্লোরি’ সিনেমার জন্য ১৯৩৪ সালে মাত্র ২৬ বছর বয়সে প্রথম অস্কার পান তিনি। এর দুই বছর আগে অভিনেত্রী হিসেবে অভিষেক তাঁর। দ্বিতীয় অস্কারটি জেতেন অনেক বছর পর, ১৯৬৮ সালে, ‘গেজ হু ইজ কামিং টু ডিনার’ সিনেমার জন্য। পরের বছরই ‘আ লায়ন ইন উইন্টার’ দিয়ে তৃতীয় অস্কার এবং সর্বশেষ অস্কারটি পান ১৯৮২ সালে ‘অন গোল্ডেন পন্ড’ সিনেমার কল্যাণে।
দীর্ঘ ক্যারিয়ারে চারবার অস্কার জেতা ছাড়া আরও আটবার পেয়েছেন মনোনয়ন। সেরা অভিনেত্রী হিসেবে এতবার অস্কার জেতার সৌভাগ্য কারও হয়নি। তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হেপবার্নের কাছাকাছি আছেন ‘নোম্যাডল্যান্ড’খ্যাত অভিনেত্রী ফ্রান্সের ম্যাকডোরম্যান্ড। ক্যাথরিন হেপবার্নের সর্বশেষ অস্কারপ্রাপ্তির চার দশক পেরিয়ে গেছে, এখনো এ রেকর্ড রয়ে গেছে তাঁর দখলে। তবে একটি বিষয় খুব বিস্মিত হওয়ার মতো, পুরস্কার নিতে কখনো অস্কার অনুষ্ঠানে যাননি তিনি।
পর্দায় অভিনেত্রী হিসেবে যতটা চমৎকার ছিলেন ক্যাথরিন হেপবার্ন, ব্যক্তিজীবনে ছিলেন ততটাই দৃঢ় ব্যক্তিত্বের। ফিল্মি পার্টিতে তাঁর যাতায়াত ছিল সীমিত। সংবাদমাধ্যমকে এড়িয়ে চলতেন। যেতেন না কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সব সময়ই বলতেন, ‘এসব পুরস্কারের কোনো মূল্য নেই। আমার কাজই আমার আসল পুরস্কার।’
দীর্ঘ অভিনয়জীবনে মাত্র একবারই অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল ক্যাথরিন হেপবার্নকে। ১৯৭৪ সালে। সেবার অবশ্য পুরস্কার নিতে নয়, দিতে গিয়েছিলেন। তাঁর বন্ধু প্রযোজক লরেন্স ওয়েইনগার্টেনের হাতে তুলে দিয়ছিলেন আরভিং জি থালবার্গ মেমোরিয়াল পুরস্কার।
শুধু সিনেমা নয়, মঞ্চনাটকেও আলো ছড়িয়েছেন ক্যাথরিন হেপবার্ন। অভিনয় করেছেন ৪৪টি সিনেমা, ৮টি টেলিমুভি ও ৩৩টি মঞ্চনাটকে। অস্কার ছাড়াও পেয়েছেন ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস। সম্মানিত হয়েছেন কান, ভেনিসসহ বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোয়।
আগামী বছরের ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব চলাকালে ১১ থেকে ১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। উৎসবে জমা দেওয়া চিত্রনাট্য থেকে জুরি প্যানেল সেরা তিন চিত্রনাট্যকে পুরস্কার প্রদান করবে।
৯ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান গতকাল রোববার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে সায়রা বানু ভক্তদের অনুরোধ জানিয়েছেন, তাঁকে যেন ‘প্রাক্তন স্ত্রী’ বলা না হয়!
২০ ঘণ্টা আগেদেশে কমছে কনসার্ট, বিপরীতে বিদেশে বাড়ছে দেশের শিল্পীদের কনসার্টের সংখ্যা। রোজার মাস উপলক্ষে মার্চে দেশে নেই কোনো কনসার্টের আয়োজন। রোজার আগেও কনসার্টপ্রেমীদের জন্য সময়টা ভালো যায়নি। সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে একাধিক কনসার্ট। এ নিয়ে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও...
২১ ঘণ্টা আগেম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা যায় বিদেশি নাগরিকদের। তাঁদের মুখে শোনা যায় বাংলা ভাষার সংলাপ। বাংলাদেশের গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করেন তাঁরা। তুলে ধরেন আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসংগতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। দীর্ঘ দুই যুগ ধরে প্রতি..
১ দিন আগে