
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি খ্যাত পরিচালক জেমস গান সুপারম্যানের নতুন একটি গল্প লিখছেন। কিন্তু সেখানে সুপারম্যান চরিত্রে দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলকে। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, জেমস গানের লেখা গল্পটি সুপারম্যানের শৈশবের বছরগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হবে। ডিসি স্টুডিওয়ের ও এর মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইনকরপোরেটেডের সঙ্গে একত্রিত হওয়ার পর তাঁরা খরচ কমানোর জন্য অনেকগুলো প্রকল্প থেকে সরে এসেছেন।
ক্যাভিলের না থাকার বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘ক্যাভিলের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত সাক্ষাৎ হয়েছে। আমরাও তাঁর অভিনয়ের ভক্ত এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আমাদের কথা হয়েছে।’
ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে ক্যাভিলও নিশ্চিত করেছেন তিনি সুপারম্যানের ভূমিকার পুনরাবৃত্তি করবেন না। ক্যাভিল বলেন, ‘সবার জন্যই এটা একটা দুঃখজনক খবর। সুপারম্যান হিসেবে ফিরব না। গত অক্টোবরে আমার ফিরে আসার ঘোষণা দেওয়ার পর খবরটি আমার জন্য মোটেও সহজ নয়, তবে এটিই জীবন।’
গত অক্টোবরে নেটফ্লিক্সের জনপ্রিয় শো দ্য উইচারের প্রধান চরিত্র থেকে সরে আসার পর তিনি ঘোষণা করেছিলেন আবার সুপারম্যানের চরিত্রে ফিরে আসবেন। ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’-এর মাধ্যমে সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিলের যাত্রা শুরু হয়। সবশেষ এই বছরের শুরুতে ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
হলিউড সম্পর্কিত আরও পড়ুন:

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি খ্যাত পরিচালক জেমস গান সুপারম্যানের নতুন একটি গল্প লিখছেন। কিন্তু সেখানে সুপারম্যান চরিত্রে দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলকে। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, জেমস গানের লেখা গল্পটি সুপারম্যানের শৈশবের বছরগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হবে। ডিসি স্টুডিওয়ের ও এর মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইনকরপোরেটেডের সঙ্গে একত্রিত হওয়ার পর তাঁরা খরচ কমানোর জন্য অনেকগুলো প্রকল্প থেকে সরে এসেছেন।
ক্যাভিলের না থাকার বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘ক্যাভিলের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত সাক্ষাৎ হয়েছে। আমরাও তাঁর অভিনয়ের ভক্ত এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আমাদের কথা হয়েছে।’
ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে ক্যাভিলও নিশ্চিত করেছেন তিনি সুপারম্যানের ভূমিকার পুনরাবৃত্তি করবেন না। ক্যাভিল বলেন, ‘সবার জন্যই এটা একটা দুঃখজনক খবর। সুপারম্যান হিসেবে ফিরব না। গত অক্টোবরে আমার ফিরে আসার ঘোষণা দেওয়ার পর খবরটি আমার জন্য মোটেও সহজ নয়, তবে এটিই জীবন।’
গত অক্টোবরে নেটফ্লিক্সের জনপ্রিয় শো দ্য উইচারের প্রধান চরিত্র থেকে সরে আসার পর তিনি ঘোষণা করেছিলেন আবার সুপারম্যানের চরিত্রে ফিরে আসবেন। ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’-এর মাধ্যমে সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিলের যাত্রা শুরু হয়। সবশেষ এই বছরের শুরুতে ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
হলিউড সম্পর্কিত আরও পড়ুন:

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৭ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১৯ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১৯ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১৯ ঘণ্টা আগে