Ajker Patrika

তিন রূপে জোকার

আপডেট : ১৫ জুন ২০২১, ১৪: ৫৯
তিন রূপে জোকার

ঢাকা: হলিউডের যত অ্যান্টি হিরোর সিনেমা রয়েছে তার মধ্যে জোকারের নাম শুরুতেই চলে আসে। ছবিটি শুধু দর্শকপ্রিয়তাই নয়, এরই মধ্যে জয় করে নিয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারও। তুমুল জনপ্রিয় এই সিনেমাটি নতুন স্পিন-অফ নিয়ে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে।

‘জোকার’ সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিসি। জানা গেছে, ‘জোকার টু’-তে তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটিকে। ‘জোকার টু’-তে সহ-লেখক হিসেবে থাকছেন টোড ফিলিপস। ‘জোকার’ চরিত্রে এবারও দেখা যাবে হোয়াকিন ফিনিক্সকে। ডিসির কমিক ‘ব্যাটম্যান: থ্রি জোকার্স’ অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ‘জোকার টু’। তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটি। এই তিন চরিত্রের নাম দেয়া হয়েছে ‘ক্রিমিনাল’, ‘ক্লাউন’ ও ‘কমেডিয়ান।’ এক ‘জোকার’-এর ভিন্ন ভিন্ন রূপ এগুলো।

হোয়াকিন ফিনিক্সবছর দুয়েক আগে টড ফিলিপস পুরো দুনিয়াকে উপহার দেয় ‘জোকার’। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা ছিল। অনেকেই ভেবেছিলেন আলোচনা অনুযায়ী ততোটা সাফল্য পাবে না ‘জোকার’। কিন্তু সব ভাবনাকে থমকে দিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে এটি। ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করে নির্মিত এই সিনেমাটি আয় করে নিয়েছে ১.০৭ বিলিয়ন ডলার। অস্কারে সেরা অভিনেতা ও সেরা মিউজিক (অরিজিনাল স্কোর) পুরস্কার জিতে নিয়েছে ‘জোকার’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত