Ajker Patrika

ডোমের ছেলের প্রেমের গল্প

ডোমের ছেলের প্রেমের গল্প

জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’

নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’

ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’

এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত