বিনোদন প্রতিবেদক, ঢাকা
সৃজিত মুখার্জির পদাতিক সিনেমার শুটিংয়ের কিছুদিন আগে বাবা হারান চঞ্চল চৌধুরী। বাবা হারানোর শোক চাপা দিয়েই পর্দায় মৃণাল সেন হয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে চঞ্চলের প্রথম সিনেমা পদাতিক। তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করতে চান তিনি। গত বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে পদাতিক মুক্তি পায়, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন ভারতে যেতে পারেননি চঞ্চল। দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করা হয়নি তাঁর।
অবশেষে সেই পদাতিকের জন্যই ভারতে গেলেন চঞ্চল। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সেরা অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে মনোনয়নে নাম ছিল চঞ্চলের। যথাসময়েই অনুষ্ঠানে হাজির হন তিনি। রেড কার্পেটে তাঁর সঙ্গে ছিলেন সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, কতটা এক্সাইটেড তিনি। জবাবে চঞ্চল বলেন, ‘মনোনয়ন থাকলে তো এক্সাইটিং ভাব থাকবেই। তবে চেহারায় বোঝা যাচ্ছে না।’
শেষ পর্যন্ত প্রথম মনোনয়নে পুরস্কার জেতা হয়নি চঞ্চলের। খালি হাতেই ফিরতে হয়েছে। এই বিভাগে যৌথভাবে সেরা হয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)। একই বিভাগে ‘হুব্বা’ সিনেমার জন্য মনোনয়ন তালিকায় নাম ছিল মোশাররফ করিমের। পুরস্কার না জিতলেও সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীকে পুরস্কার দেওয়ার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে মঞ্চে ওঠেন চঞ্চল। চঞ্চল সেরা না হলেও সেরা পার্শ্ব চরিত্র (নারী), চিত্রনাট্য, মেকআপসহ মোট পাঁচটি বিভাগে সেরা নির্বাচিত হয় পদাতিক।
গত কয়েক বছরের মতো এবারও ফিল্মফেয়ারে উপস্থিত ছিলেন জয়া আহসান। তিনি ছিলেন সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায়। তবে এদিন পঞ্চম ফিল্মফেয়ার পুরস্কার জেতা হয়নি তাঁর। এই বিভাগে সেরা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি (বাবলী), তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি জয়াকে। এবার ফিল্মফেয়ারে ‘ট্রাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি।
সৃজিত মুখার্জির পদাতিক সিনেমার শুটিংয়ের কিছুদিন আগে বাবা হারান চঞ্চল চৌধুরী। বাবা হারানোর শোক চাপা দিয়েই পর্দায় মৃণাল সেন হয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে চঞ্চলের প্রথম সিনেমা পদাতিক। তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করতে চান তিনি। গত বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে পদাতিক মুক্তি পায়, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন ভারতে যেতে পারেননি চঞ্চল। দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করা হয়নি তাঁর।
অবশেষে সেই পদাতিকের জন্যই ভারতে গেলেন চঞ্চল। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সেরা অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে মনোনয়নে নাম ছিল চঞ্চলের। যথাসময়েই অনুষ্ঠানে হাজির হন তিনি। রেড কার্পেটে তাঁর সঙ্গে ছিলেন সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, কতটা এক্সাইটেড তিনি। জবাবে চঞ্চল বলেন, ‘মনোনয়ন থাকলে তো এক্সাইটিং ভাব থাকবেই। তবে চেহারায় বোঝা যাচ্ছে না।’
শেষ পর্যন্ত প্রথম মনোনয়নে পুরস্কার জেতা হয়নি চঞ্চলের। খালি হাতেই ফিরতে হয়েছে। এই বিভাগে যৌথভাবে সেরা হয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)। একই বিভাগে ‘হুব্বা’ সিনেমার জন্য মনোনয়ন তালিকায় নাম ছিল মোশাররফ করিমের। পুরস্কার না জিতলেও সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীকে পুরস্কার দেওয়ার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে মঞ্চে ওঠেন চঞ্চল। চঞ্চল সেরা না হলেও সেরা পার্শ্ব চরিত্র (নারী), চিত্রনাট্য, মেকআপসহ মোট পাঁচটি বিভাগে সেরা নির্বাচিত হয় পদাতিক।
গত কয়েক বছরের মতো এবারও ফিল্মফেয়ারে উপস্থিত ছিলেন জয়া আহসান। তিনি ছিলেন সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায়। তবে এদিন পঞ্চম ফিল্মফেয়ার পুরস্কার জেতা হয়নি তাঁর। এই বিভাগে সেরা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি (বাবলী), তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি জয়াকে। এবার ফিল্মফেয়ারে ‘ট্রাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৭ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে