বিনোদন প্রতিবেদক, ঢাকা

২৪ জুলাই ওটিটিতে মুক্তির কথা ছিল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মুক্তি স্থগিত করা হয় সিনেমাটির। আজ সোমবার ফেসবুকে এশা মার্ডারের নতুন মুক্তির তারিখ জানাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। ৩১ জুলাই থেকে ঘরে বসে দেখা যাবে সিনেমাটি।
আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার ওটিটিতে মুক্তির পালা কোরবানির ঈদের সিনেমা। ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে সেই যাত্রা।
মার্ডার মিস্ট্রি ঘরানায় এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার। গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিনজন মেয়ে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এশা মার্ডারে প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। মুক্তির প্রথম দিন দর্শকদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে দর্শক টানতে সক্ষম হয়েছিল এশা মার্ডার। সিনেমার প্রচারে বাঁধন প্রায় প্রতিদিন ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে। এশা মার্ডার সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

এদিকে ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে কোরবানির ঈদের আরেক সিনেমা ‘তাণ্ডব’-এর। শাকিব খান অভিনীত তাণ্ডব একই সঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।

২৪ জুলাই ওটিটিতে মুক্তির কথা ছিল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মুক্তি স্থগিত করা হয় সিনেমাটির। আজ সোমবার ফেসবুকে এশা মার্ডারের নতুন মুক্তির তারিখ জানাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। ৩১ জুলাই থেকে ঘরে বসে দেখা যাবে সিনেমাটি।
আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার ওটিটিতে মুক্তির পালা কোরবানির ঈদের সিনেমা। ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে সেই যাত্রা।
মার্ডার মিস্ট্রি ঘরানায় এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার। গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিনজন মেয়ে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এশা মার্ডারে প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। মুক্তির প্রথম দিন দর্শকদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে দর্শক টানতে সক্ষম হয়েছিল এশা মার্ডার। সিনেমার প্রচারে বাঁধন প্রায় প্রতিদিন ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে। এশা মার্ডার সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

এদিকে ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে কোরবানির ঈদের আরেক সিনেমা ‘তাণ্ডব’-এর। শাকিব খান অভিনীত তাণ্ডব একই সঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।

নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৪ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ মিনিট আগে
উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে