
৯৪তম অস্কারের আসরে চূড়ান্ত তালিকায় মনোনিত হল এক বাঙালির ছবি। মনোনয়ন পেল কলকাতার সুস্মিত ঘোষ পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। ভারত থেকে বাদ গেল সাড়া জাগানো তামিল ছবি ‘কুঝাঙ্গাল’। জায়গা পায়নি বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটিও। মঙ্গলবার অস্কার কর্তৃপক্ষ ১০টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বিচারকদের ভোটিংয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তাতেই দেখা গেল শেষ পর্যন্ত বাদ পড়েছে ‘কুঝাঙ্গাল’। তবে ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য সুখবর, শেষ পর্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’।
রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ ‘রাইটিং উইথ ফায়ার’-এর গল্প একজন দলিত নারীকে নিয়ে। যিনি একটি সংবাদপত্র প্রকাশ করেন। এই ভারতীয় ছবিটিকে সেরা ডকুমেন্ট্রি ফিচার বিভাগে নির্বাচন করা হয়েছে।
এছাড়াও ডকু-ফিচার বিভাগে নির্বাচিত হয়েছে আরজে কাটলারের ‘লিটল বেরি’, জুলিয়া ও অন্যান্যদের পরিচালিত ছবি ‘জুলিয়া’-সহ ১৫টি ছবি। অন্যদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভাগে নির্বাচিত হয়েছে জাপানি পরিচালক রাইসুকে হামাগুচির ছবি ‘ড্রাইভা মাই কার’, ডেনমার্কের পরিচালক জোয়াকিম ট্রিয়রের ছবি ‘দ্য ওর্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড’-সহ ১৫টি ছবি।
২০২২ সালের অস্কারে ভারতের তরফ থেকে অফিশিয়াল এন্ট্রির জন্য চূড়ান্ত পর্বে ১৪ টি ছবিকে বাছা হয়েছিল। এই তালিকায় ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ ও বিদ্যা বালনের ‘শেরনি’র পাশাপাশি ছিল তামিল ছবি ‘ম্যান্ডেলা’ ও মালয়ালম ছবি ‘নয়াট্টু’। অস্কারে দৌড়ে ভারতের হয়ে লড়ছিল নবাগত পরিচালক পি. এস ভিনোত্রাজের ‘কুঝাঙ্গাল’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ছবিটি। ইংরেজিতে ছবির নাম দেওয়া হয়েছে ‘পেবলস’। সেই নামেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ভিনোত্রাজের ছবিটিকে। দর্শক ও সমালোচকদের প্রশংসাও পেয়েছিল এই তামিল ড্রামা। শেষ পর্যন্ত সেই ছবিও অস্কারের দৌড় থেকে ছিটকে গেল।

৯৪তম অস্কারের আসরে চূড়ান্ত তালিকায় মনোনিত হল এক বাঙালির ছবি। মনোনয়ন পেল কলকাতার সুস্মিত ঘোষ পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। ভারত থেকে বাদ গেল সাড়া জাগানো তামিল ছবি ‘কুঝাঙ্গাল’। জায়গা পায়নি বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটিও। মঙ্গলবার অস্কার কর্তৃপক্ষ ১০টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বিচারকদের ভোটিংয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তাতেই দেখা গেল শেষ পর্যন্ত বাদ পড়েছে ‘কুঝাঙ্গাল’। তবে ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য সুখবর, শেষ পর্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’।
রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ ‘রাইটিং উইথ ফায়ার’-এর গল্প একজন দলিত নারীকে নিয়ে। যিনি একটি সংবাদপত্র প্রকাশ করেন। এই ভারতীয় ছবিটিকে সেরা ডকুমেন্ট্রি ফিচার বিভাগে নির্বাচন করা হয়েছে।
এছাড়াও ডকু-ফিচার বিভাগে নির্বাচিত হয়েছে আরজে কাটলারের ‘লিটল বেরি’, জুলিয়া ও অন্যান্যদের পরিচালিত ছবি ‘জুলিয়া’-সহ ১৫টি ছবি। অন্যদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভাগে নির্বাচিত হয়েছে জাপানি পরিচালক রাইসুকে হামাগুচির ছবি ‘ড্রাইভা মাই কার’, ডেনমার্কের পরিচালক জোয়াকিম ট্রিয়রের ছবি ‘দ্য ওর্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড’-সহ ১৫টি ছবি।
২০২২ সালের অস্কারে ভারতের তরফ থেকে অফিশিয়াল এন্ট্রির জন্য চূড়ান্ত পর্বে ১৪ টি ছবিকে বাছা হয়েছিল। এই তালিকায় ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ ও বিদ্যা বালনের ‘শেরনি’র পাশাপাশি ছিল তামিল ছবি ‘ম্যান্ডেলা’ ও মালয়ালম ছবি ‘নয়াট্টু’। অস্কারে দৌড়ে ভারতের হয়ে লড়ছিল নবাগত পরিচালক পি. এস ভিনোত্রাজের ‘কুঝাঙ্গাল’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ছবিটি। ইংরেজিতে ছবির নাম দেওয়া হয়েছে ‘পেবলস’। সেই নামেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ভিনোত্রাজের ছবিটিকে। দর্শক ও সমালোচকদের প্রশংসাও পেয়েছিল এই তামিল ড্রামা। শেষ পর্যন্ত সেই ছবিও অস্কারের দৌড় থেকে ছিটকে গেল।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৯ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে