
নির্মাতা জীবন শাহাদাৎ অনেকদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। সম্প্রতি নচিকেতা চক্রবর্তীর গান ‘একদিন ঝড় থেমে যাবে’ অবলম্বনে ‘ছাদবাগান’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়েছেন তিনি। কয়েকদিন আগে কলকাতা গিয়ে নচিকেতাকে ছবিটি দেখিয়েছেন জীবন। জানিয়েছেন, নচিকেতা ভীষণ পছন্দ করেছেন কাজটি।
এবার কলকাতা থেকে আরেকটি খবর দিলেন জীবন শাহাদাৎ। কলকাতার লেখক শীর্ষেন্দু মুখার্জির উপন্যাস ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের সিরাজ’ অবলম্বনে সিনেমা বানাবেন তিনি। ইতিমধ্যে লেখকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে।
জীবন শাহাদাৎ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব পেয়ে আমি সম্মানিত অনুভব করছি। তাঁর মতো একজন মানুষের দর্শন নিয়ে কাজ করতে পারাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে।’
‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের সিরাজ’ উপন্যাসটি সম্পর্কে লেখক শীর্ষেন্দু মুখার্জি জানান, এটি কোনো ইতিহাসের বই নয়। ইতিহাস আশ্রিত কাল্পনিক রচনা এটি। বাংলার নবাব সিরাউদ্দৌলার অশরীরী অবয়বের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শরীরী অবয়বের যুগান্তকারী সহাবস্থানের এক কল্পনাময় কাহিনি।
নির্মাতা জীবন শাহাদাৎ জানিয়েছেন, গল্পের প্রয়োজনে ছবিটির কিছু অংশের শুটিং হবে ভারতের মুর্শিদাবাদে। আর বাকি কাজ হবে বাংলাদেশে। তবে কারা অভিনয় করবেন এ ছবিতে সেটি এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা বলেন, ‘চিত্রনাট্য তৈরির পর ছবির কাস্টিং বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্মাতা জীবন শাহাদাৎ অনেকদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। সম্প্রতি নচিকেতা চক্রবর্তীর গান ‘একদিন ঝড় থেমে যাবে’ অবলম্বনে ‘ছাদবাগান’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়েছেন তিনি। কয়েকদিন আগে কলকাতা গিয়ে নচিকেতাকে ছবিটি দেখিয়েছেন জীবন। জানিয়েছেন, নচিকেতা ভীষণ পছন্দ করেছেন কাজটি।
এবার কলকাতা থেকে আরেকটি খবর দিলেন জীবন শাহাদাৎ। কলকাতার লেখক শীর্ষেন্দু মুখার্জির উপন্যাস ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের সিরাজ’ অবলম্বনে সিনেমা বানাবেন তিনি। ইতিমধ্যে লেখকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে।
জীবন শাহাদাৎ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব পেয়ে আমি সম্মানিত অনুভব করছি। তাঁর মতো একজন মানুষের দর্শন নিয়ে কাজ করতে পারাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে।’
‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের সিরাজ’ উপন্যাসটি সম্পর্কে লেখক শীর্ষেন্দু মুখার্জি জানান, এটি কোনো ইতিহাসের বই নয়। ইতিহাস আশ্রিত কাল্পনিক রচনা এটি। বাংলার নবাব সিরাউদ্দৌলার অশরীরী অবয়বের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শরীরী অবয়বের যুগান্তকারী সহাবস্থানের এক কল্পনাময় কাহিনি।
নির্মাতা জীবন শাহাদাৎ জানিয়েছেন, গল্পের প্রয়োজনে ছবিটির কিছু অংশের শুটিং হবে ভারতের মুর্শিদাবাদে। আর বাকি কাজ হবে বাংলাদেশে। তবে কারা অভিনয় করবেন এ ছবিতে সেটি এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা বলেন, ‘চিত্রনাট্য তৈরির পর ছবির কাস্টিং বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৪ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে