
শূন্যের ওপরে গাছের ডালের সঙ্গে ঝুলে নাচলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রায় ২০ ফুট লম্বা একটি কাপড়ের সঙ্গে বেঁধে শূন্যে ঝোলানো হয় তাঁকে। শূন্যে ঝুলে তিনি নাচের মুদ্রা তোলেন।
বিশেষ ধরনের এই নাচের নাম ‘অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট’। ক্যামেরার সামনে এ নাচের অভিজ্ঞতা নওশাবার এবারই প্রথম। তাঁর এই নাচ দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে।
নওশাবা বলছেন, ‘ছবির চিত্রনাট্যে আমার নাচ ছিল না। পরে যোগ করা হয়। যখন শুনলাম, রবীন্দ্রনাথের গান ‘‘আমার হিয়ার মাঝে’’-র সঙ্গে নাচতে হবে আমাকে। তখন কোরিওগ্রাফার মোফাসসল আলিফের সঙ্গে পরামর্শ করে এই নাচটির জন্য প্রস্তুতি নিই।’
তবে বেশ ঝুঁকি ছিল। নওশাবা বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না। কয়েকবছর আগে অ্যাকসিডেন্টের পর ডাক্তার আমাকে ঝুঁকিপূর্ণ শুটিং করতে মানা করেছেন। কোরিওগ্রাফার আলিফ যখন বলার পর, মনে হলো— ভালো কাজের জন্য রিস্কটা নেওয়া যেতেই পারে।’
ছবিতে ‘আমার হিয়ার মাঝে’ গানটি থাকবে সাড়ে চার মিনিট। তবে এই গানের সঙ্গে ‘অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট’ পারফরমেন্স থাকবে প্রায় এক মিনিট। বাকি সময় অন্য মুদ্রা ব্যবহার করা হয়েছে।
এ নাচটি নওশাবার এতই ভালো লেগেছে যে, তিনি চাচ্ছেন আবারও কোনো ছবিতে নাচটি আবার করবেন। তিনি বলেন, ‘কিন্তু বিষয়টি তো আর আমার হাতে নেই। আমি প্রযোজকও না, পরিচালকও না। আমাকে তো সুযোগ পেতে হবে। যদি কেউ আমাকে নাচটি করার সুযোগ দেন, আরেকবার এ মুদ্রায় পারফর্ম করতে চাই।’
থ্রিলার ধাঁচের ছবি ‘অমানুষ’-এ নওশাবা ছাড়াও অভিনয় করেছেন নিরব। আছেন মিথিলা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ প্রমুখ। প্রত্যেকেই ধরা দিয়েছেন ভিন্ন লুকে, ভিন্ন আবহে।

শূন্যের ওপরে গাছের ডালের সঙ্গে ঝুলে নাচলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রায় ২০ ফুট লম্বা একটি কাপড়ের সঙ্গে বেঁধে শূন্যে ঝোলানো হয় তাঁকে। শূন্যে ঝুলে তিনি নাচের মুদ্রা তোলেন।
বিশেষ ধরনের এই নাচের নাম ‘অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট’। ক্যামেরার সামনে এ নাচের অভিজ্ঞতা নওশাবার এবারই প্রথম। তাঁর এই নাচ দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে।
নওশাবা বলছেন, ‘ছবির চিত্রনাট্যে আমার নাচ ছিল না। পরে যোগ করা হয়। যখন শুনলাম, রবীন্দ্রনাথের গান ‘‘আমার হিয়ার মাঝে’’-র সঙ্গে নাচতে হবে আমাকে। তখন কোরিওগ্রাফার মোফাসসল আলিফের সঙ্গে পরামর্শ করে এই নাচটির জন্য প্রস্তুতি নিই।’
তবে বেশ ঝুঁকি ছিল। নওশাবা বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না। কয়েকবছর আগে অ্যাকসিডেন্টের পর ডাক্তার আমাকে ঝুঁকিপূর্ণ শুটিং করতে মানা করেছেন। কোরিওগ্রাফার আলিফ যখন বলার পর, মনে হলো— ভালো কাজের জন্য রিস্কটা নেওয়া যেতেই পারে।’
ছবিতে ‘আমার হিয়ার মাঝে’ গানটি থাকবে সাড়ে চার মিনিট। তবে এই গানের সঙ্গে ‘অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট’ পারফরমেন্স থাকবে প্রায় এক মিনিট। বাকি সময় অন্য মুদ্রা ব্যবহার করা হয়েছে।
এ নাচটি নওশাবার এতই ভালো লেগেছে যে, তিনি চাচ্ছেন আবারও কোনো ছবিতে নাচটি আবার করবেন। তিনি বলেন, ‘কিন্তু বিষয়টি তো আর আমার হাতে নেই। আমি প্রযোজকও না, পরিচালকও না। আমাকে তো সুযোগ পেতে হবে। যদি কেউ আমাকে নাচটি করার সুযোগ দেন, আরেকবার এ মুদ্রায় পারফর্ম করতে চাই।’
থ্রিলার ধাঁচের ছবি ‘অমানুষ’-এ নওশাবা ছাড়াও অভিনয় করেছেন নিরব। আছেন মিথিলা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ প্রমুখ। প্রত্যেকেই ধরা দিয়েছেন ভিন্ন লুকে, ভিন্ন আবহে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২০ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে