বিনোদন প্রতিবেদক, ঢাকা

সারা বছর ঝিমিয়ে থাকলেও প্রতি ঈদে সিনেমা হলে থাকে দর্শকের ভিড়। সিনেপ্লেক্সগুলোতে দেখা যায় লম্বা ভিড়। টিকিট না পেয়ে ফেরত যাওয়ার দৃশ্যও চোখে পড়ে। এ কারণে অনেকে অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখেন। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র ভুয়া টিকিট বিক্রি করছেন। সম্প্রতি এ রকম কিছু ঘটনা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের নজরে এসেছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সিনেপ্লেক্সের টিকিটের চাহিদাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্রের ফাঁদে পড়ে দর্শক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্টার সিনেপ্লেক্সের নামে অনলাইন গ্রুপ, পেইজ কিংবা সাইট তৈরি করে অনলাইনে সিনেমার টিকিট বিক্রি করছেন তারা। এতে দর্শক প্রতারিত হচ্ছেন। তাই দর্শককে এসব প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো দর্শক এ ধরনের প্রতারণার শিকার হোক। তাই দর্শকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এসব অননুমোদিত সাইট বা অনলাইন পেজ কিংবা গ্রুপ থেকে টিকিট ক্রয় করবেন না।’
দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করব, আপনাদের ব্যক্তিগত কিংবা পেমেন্টের বিস্তারিত তথ্য কোনো সন্দেহজনক অ্যাকাউন্টে শেয়ার করবেন না। শুধু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com এবং মেসেঞ্জার m.me/mycineplex থেকে অনলাইনে টিকিট ক্রয় করবেন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন। স্টার সিনেপ্লেক্সের সঙ্গে দর্শকের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা চাই না কোনো অসাধু চক্রের কারণে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।’
এবার ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমাই দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। প্রদর্শনী সংখ্যার দিক থেকে এগিয়ে আছে রায়হান রাফীর ‘তাণ্ডব’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন প্রমুখ।

সারা বছর ঝিমিয়ে থাকলেও প্রতি ঈদে সিনেমা হলে থাকে দর্শকের ভিড়। সিনেপ্লেক্সগুলোতে দেখা যায় লম্বা ভিড়। টিকিট না পেয়ে ফেরত যাওয়ার দৃশ্যও চোখে পড়ে। এ কারণে অনেকে অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখেন। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র ভুয়া টিকিট বিক্রি করছেন। সম্প্রতি এ রকম কিছু ঘটনা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের নজরে এসেছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সিনেপ্লেক্সের টিকিটের চাহিদাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্রের ফাঁদে পড়ে দর্শক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্টার সিনেপ্লেক্সের নামে অনলাইন গ্রুপ, পেইজ কিংবা সাইট তৈরি করে অনলাইনে সিনেমার টিকিট বিক্রি করছেন তারা। এতে দর্শক প্রতারিত হচ্ছেন। তাই দর্শককে এসব প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো দর্শক এ ধরনের প্রতারণার শিকার হোক। তাই দর্শকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এসব অননুমোদিত সাইট বা অনলাইন পেজ কিংবা গ্রুপ থেকে টিকিট ক্রয় করবেন না।’
দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করব, আপনাদের ব্যক্তিগত কিংবা পেমেন্টের বিস্তারিত তথ্য কোনো সন্দেহজনক অ্যাকাউন্টে শেয়ার করবেন না। শুধু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com এবং মেসেঞ্জার m.me/mycineplex থেকে অনলাইনে টিকিট ক্রয় করবেন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন। স্টার সিনেপ্লেক্সের সঙ্গে দর্শকের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা চাই না কোনো অসাধু চক্রের কারণে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।’
এবার ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমাই দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। প্রদর্শনী সংখ্যার দিক থেকে এগিয়ে আছে রায়হান রাফীর ‘তাণ্ডব’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন প্রমুখ।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৫ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৫ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৭ ঘণ্টা আগে