বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম। উৎসব শুরু হয়েছে নেদারল্যান্ডসের মাইকেল টেন হর্নের ‘ফেবুলা’ সিনেমা দিয়ে। ৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার নির্মাতা মৌলি সুরাইয়ার ‘দিস সিটি ইজ আ ব্যাটলফিল্ড’ সিনেমা দিয়ে শেষ হবে উৎসব। গত ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল, এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার। সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে। আজ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রটারডামে পৌঁছেছেন অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন জয়া।
সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই সিনেমার পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’
জানা গেছে, ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরও আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
৩০ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম। উৎসব শুরু হয়েছে নেদারল্যান্ডসের মাইকেল টেন হর্নের ‘ফেবুলা’ সিনেমা দিয়ে। ৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার নির্মাতা মৌলি সুরাইয়ার ‘দিস সিটি ইজ আ ব্যাটলফিল্ড’ সিনেমা দিয়ে শেষ হবে উৎসব। গত ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল, এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার। সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে। আজ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রটারডামে পৌঁছেছেন অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন জয়া।
সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই সিনেমার পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’
জানা গেছে, ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরও আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে আরাফাত মহসীন নিধির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার রাত ৮টায় চরকি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
৬ ঘণ্টা আগেসিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা।
১১ ঘণ্টা আগেরাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে চালু হচ্ছে নতুন এই শাখা। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিনেপ্লেক্স চালু করার মাধ্যমে দেশে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।
১২ ঘণ্টা আগেআজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর জানিয়ে এ প্রতিবেদন। রাত ৯টায় প্রচারিত হবে ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় এটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।
১৮ ঘণ্টা আগে