
হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’
অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’
অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।

হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’
অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’
অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১২ ঘণ্টা আগে