
সাম্প্রতিক আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’ আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টায় মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। নুভিস্তা ফার্মার নিবেদনে এই ছবিটি হবে চরকির ডিসেম্বরের এক্সক্লুসিভ রিলিজ।
মুক্তির তারিখ ঘোষণা উপলক্ষে আজ রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। এতে উপস্থিত ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির অভিনেত্রী আজমেরী হক বাঁধন, শিশুশিল্পী আফিয়া জাহিন জাইমা, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক আদনান হাবীব, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, নুভিস্তা ফার্মা লিমিটেডের এজিএম মার্কেটিং সালেহা বেগম নীলা ও ট্রান্সকম লিমিটেডের ফিনান্স বিভাগের জেনারেল ম্যানেজার পলাশ রঞ্জন ভৌমিক।
আজমেরী হক বাঁধন বলেন, ‘বাংলাদেশের মানুষ যেভাবে রেহানা মরিয়ম নূরকে ভালোবেসে গ্রহণ করেছেন, তা আমাকে আপ্লুত করেছে। আমি বিশ্বাস করব, চরকিতেও সবাই ছবিটি দেখবেন, আপনাদের ফিডব্যাক আমাকে ও আমার টিমকে জানাবেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদোয়ান রনি বলেন, ‘চরকির জন্য আজ একটি গর্বের দিন। বাংলাদেশের অন্যতম গর্বের সিনেমা রেহানা মরিয়ম নূর আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারছি।’
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা একজন একরোখা মানুষ। কিন্তু ছয় বছর বয়সী মেয়ে ইমু, পরিবার আর ক্যারিয়ার এক সঙ্গে সামলানোর চাপে ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে সে। এক সন্ধ্যার একটি ঘটনা যেন তার জীবন একদমই এলোমেলো করে দেয়। এমনই এক গল্প নিয়ে তৈরি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ছবি ‘রেহানা মরিয়ম নূর’।
এ বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তুমুল আলোচিত হয় ছবিটি।

সাম্প্রতিক আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’ আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টায় মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। নুভিস্তা ফার্মার নিবেদনে এই ছবিটি হবে চরকির ডিসেম্বরের এক্সক্লুসিভ রিলিজ।
মুক্তির তারিখ ঘোষণা উপলক্ষে আজ রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। এতে উপস্থিত ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির অভিনেত্রী আজমেরী হক বাঁধন, শিশুশিল্পী আফিয়া জাহিন জাইমা, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক আদনান হাবীব, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, নুভিস্তা ফার্মা লিমিটেডের এজিএম মার্কেটিং সালেহা বেগম নীলা ও ট্রান্সকম লিমিটেডের ফিনান্স বিভাগের জেনারেল ম্যানেজার পলাশ রঞ্জন ভৌমিক।
আজমেরী হক বাঁধন বলেন, ‘বাংলাদেশের মানুষ যেভাবে রেহানা মরিয়ম নূরকে ভালোবেসে গ্রহণ করেছেন, তা আমাকে আপ্লুত করেছে। আমি বিশ্বাস করব, চরকিতেও সবাই ছবিটি দেখবেন, আপনাদের ফিডব্যাক আমাকে ও আমার টিমকে জানাবেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদোয়ান রনি বলেন, ‘চরকির জন্য আজ একটি গর্বের দিন। বাংলাদেশের অন্যতম গর্বের সিনেমা রেহানা মরিয়ম নূর আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারছি।’
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা একজন একরোখা মানুষ। কিন্তু ছয় বছর বয়সী মেয়ে ইমু, পরিবার আর ক্যারিয়ার এক সঙ্গে সামলানোর চাপে ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে সে। এক সন্ধ্যার একটি ঘটনা যেন তার জীবন একদমই এলোমেলো করে দেয়। এমনই এক গল্প নিয়ে তৈরি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ছবি ‘রেহানা মরিয়ম নূর’।
এ বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তুমুল আলোচিত হয় ছবিটি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১ দিন আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১ দিন আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে