
ছেলের মা হলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন তিনি। হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ আছেন।
বিতর্ক সঙ্গে নিয়েই মাতৃত্বকাল কেটেছে নুসরাতের। প্রথমদিন থেকেই এই সন্তানকে ঘিরে বিতর্কের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কিন্তু বিতর্ককে পাত্তা না দিয়ে প্রতিটি মুহূর্ত নিজেকে ভাল রাখার চেষ্টা করেছেন তিনি। নুসরাতের এই সিদ্ধান্তে তাঁর পাশে ছিলেন দেব, মিমি, শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী ও তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।
বুধবার রাতেই যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা হন অভিনেত্রী। নুসরাত হাসপাতালে ভর্তি হওয়ার পরই হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরাত জানিয়ে দেন, ‘ফেইথ ওভার ফেয়ার’ অর্থ্যাৎ ভয় ছাপিয়ে বিশ্বাসেই অটল তিনি।
২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে-পর্ব সারেন নুসরাত। দেশে ফিরে নিখিলের সঙ্গে শুরু করেন সুখের সংসার। নিখিল-নুসরাতের দাম্পত্য ছিল সুখেরই। তবে বছর না গড়াতে শোনা যায়, নিখিলের বাড়ি ছেড়ে আলাদা থাকছেন নুসরাত। এমনকি একপর্যায়ে নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকারও করেন তিনি। অভিনেত্রীর জীবনে শুরু হয় নতুন ঝড়।
তবে বিতর্কের শেষ এখানেই নয়, নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়ে পড়ে নুসরাতের। অন্তঃসত্ত্বা হন তিনি। এদিকে নিখিল জানিয়ে দেন, নুসরাতের গর্ভের সন্তান তাঁর নয়।
এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন।

ছেলের মা হলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন তিনি। হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ আছেন।
বিতর্ক সঙ্গে নিয়েই মাতৃত্বকাল কেটেছে নুসরাতের। প্রথমদিন থেকেই এই সন্তানকে ঘিরে বিতর্কের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কিন্তু বিতর্ককে পাত্তা না দিয়ে প্রতিটি মুহূর্ত নিজেকে ভাল রাখার চেষ্টা করেছেন তিনি। নুসরাতের এই সিদ্ধান্তে তাঁর পাশে ছিলেন দেব, মিমি, শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী ও তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।
বুধবার রাতেই যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা হন অভিনেত্রী। নুসরাত হাসপাতালে ভর্তি হওয়ার পরই হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরাত জানিয়ে দেন, ‘ফেইথ ওভার ফেয়ার’ অর্থ্যাৎ ভয় ছাপিয়ে বিশ্বাসেই অটল তিনি।
২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে-পর্ব সারেন নুসরাত। দেশে ফিরে নিখিলের সঙ্গে শুরু করেন সুখের সংসার। নিখিল-নুসরাতের দাম্পত্য ছিল সুখেরই। তবে বছর না গড়াতে শোনা যায়, নিখিলের বাড়ি ছেড়ে আলাদা থাকছেন নুসরাত। এমনকি একপর্যায়ে নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকারও করেন তিনি। অভিনেত্রীর জীবনে শুরু হয় নতুন ঝড়।
তবে বিতর্কের শেষ এখানেই নয়, নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়ে পড়ে নুসরাতের। অন্তঃসত্ত্বা হন তিনি। এদিকে নিখিল জানিয়ে দেন, নুসরাতের গর্ভের সন্তান তাঁর নয়।
এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
৩১ মিনিট আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৬ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৬ ঘণ্টা আগে