
আগামী বছর কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ। এই বিশেষ দিনে তাঁকে উৎসর্গ করে গোটা সিনেমা বানানোর ঘোষণা দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি আশ্রয় খুঁজেছেন মৃণালের আলোচিত সিনেমা ‘খারিজ’-এ। কৌশিকের সিনেমার নাম ‘পালান’। তবে এটি কিন্তু ‘খারিজ’-এর রিমেক কিংবা অবলম্বন নয়।
জানা গেছে, কৌশিক শুধু বিষয়বস্তুই ধার করেছেন ‘খারিজ’ থেকে। বদলে যাবে বাদবাকি সব। থাকবে সেই একই পরিবার, একই নাম, একই পরিচয়। শুধু বিবর্তনের ছাপ পড়বে চরিত্রগুলিতে। বদলে যাবে গল্পও। মৃণালের সিনেমার চরিত্রগুলোকে ২০২২-এর প্রেক্ষাপটে এনে ফেলেছেন কৌশিক।
মৃণালের ‘খারিজ’ সিনেমায় যাঁরা অভিনয় করেছিলেন, সেই মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার—সবাই থাকছেন ‘পালান’-এ। যুক্ত হচ্ছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম।
নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘১৯৮২ সালে ‘‘খারিজ’’ দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমার জীবনে বড় দরজা খুলে দিয়েছিল সেই সিনেমা। আমার ধারণা, ‘‘পালান’’-এর মাধ্যমে মৃণাল বাবুকে যথাযথ সম্মান দিতে পারব।’
মৃণাল সেনের সিনেমা দিয়ে ভীষণ অনুপ্রাণিত কৌশিক। ব্যক্তিগতভাবেও তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তাই এই কালজয়ী নির্মাতার প্রতি ট্রিবিউট জানাচ্ছেন সিনেমার মাধ্যমেই।
কৌশিক বলেন, ‘আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি তাঁর হাত ধরার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। শুধু আমি নয়, আমার পরিবারকেও উনি চিনতেন। টেলিভিশনে কাজ করার সময় আমার টেলিফিল্ম দেখে উনি মতামত দিয়েছিলেন। আমি মনে করি, তাঁর যেটুকু সান্নিধ্য পেয়েছি, তা দিয়েই তাঁকে নৈবেদ্য জানানোর ক্ষমতা আমার আছে।’
‘পালান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পাওলি দাম। গৌতম ঘোষের ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করে মৃণালের প্রশংসা পেয়েছিলেন পাওলি।
অভিনেত্রী বলেন, ‘আমার নাম মৃণাল সেন—এই কথাটা এখনো আমার কানে বাজে। আমার প্রথম সিনেমা দেখে ফোন করে প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি জানি না কবে ছবি করব। করলে তুমি অভিনয় করবে?’ তাঁর পরিচালনায় আমার অভিনয় করা হয়নি। কিন্তু মনে হয়, কোনো না কোনোভাবে মৃণাল সেনের সঙ্গে আমার সংযোগ ঘটে গেছে। তাই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘‘পালান’’-এ যুক্ত হতে পারলাম।’
জানা গেছে, ২৫ মার্চ থেকে ‘পালান’ সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৩ সালে, মৃণাল সেনের জন্মশতবর্ষে।

আগামী বছর কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ। এই বিশেষ দিনে তাঁকে উৎসর্গ করে গোটা সিনেমা বানানোর ঘোষণা দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি আশ্রয় খুঁজেছেন মৃণালের আলোচিত সিনেমা ‘খারিজ’-এ। কৌশিকের সিনেমার নাম ‘পালান’। তবে এটি কিন্তু ‘খারিজ’-এর রিমেক কিংবা অবলম্বন নয়।
জানা গেছে, কৌশিক শুধু বিষয়বস্তুই ধার করেছেন ‘খারিজ’ থেকে। বদলে যাবে বাদবাকি সব। থাকবে সেই একই পরিবার, একই নাম, একই পরিচয়। শুধু বিবর্তনের ছাপ পড়বে চরিত্রগুলিতে। বদলে যাবে গল্পও। মৃণালের সিনেমার চরিত্রগুলোকে ২০২২-এর প্রেক্ষাপটে এনে ফেলেছেন কৌশিক।
মৃণালের ‘খারিজ’ সিনেমায় যাঁরা অভিনয় করেছিলেন, সেই মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার—সবাই থাকছেন ‘পালান’-এ। যুক্ত হচ্ছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম।
নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘১৯৮২ সালে ‘‘খারিজ’’ দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমার জীবনে বড় দরজা খুলে দিয়েছিল সেই সিনেমা। আমার ধারণা, ‘‘পালান’’-এর মাধ্যমে মৃণাল বাবুকে যথাযথ সম্মান দিতে পারব।’
মৃণাল সেনের সিনেমা দিয়ে ভীষণ অনুপ্রাণিত কৌশিক। ব্যক্তিগতভাবেও তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তাই এই কালজয়ী নির্মাতার প্রতি ট্রিবিউট জানাচ্ছেন সিনেমার মাধ্যমেই।
কৌশিক বলেন, ‘আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি তাঁর হাত ধরার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। শুধু আমি নয়, আমার পরিবারকেও উনি চিনতেন। টেলিভিশনে কাজ করার সময় আমার টেলিফিল্ম দেখে উনি মতামত দিয়েছিলেন। আমি মনে করি, তাঁর যেটুকু সান্নিধ্য পেয়েছি, তা দিয়েই তাঁকে নৈবেদ্য জানানোর ক্ষমতা আমার আছে।’
‘পালান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পাওলি দাম। গৌতম ঘোষের ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করে মৃণালের প্রশংসা পেয়েছিলেন পাওলি।
অভিনেত্রী বলেন, ‘আমার নাম মৃণাল সেন—এই কথাটা এখনো আমার কানে বাজে। আমার প্রথম সিনেমা দেখে ফোন করে প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি জানি না কবে ছবি করব। করলে তুমি অভিনয় করবে?’ তাঁর পরিচালনায় আমার অভিনয় করা হয়নি। কিন্তু মনে হয়, কোনো না কোনোভাবে মৃণাল সেনের সঙ্গে আমার সংযোগ ঘটে গেছে। তাই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘‘পালান’’-এ যুক্ত হতে পারলাম।’
জানা গেছে, ২৫ মার্চ থেকে ‘পালান’ সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৩ সালে, মৃণাল সেনের জন্মশতবর্ষে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৯ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৯ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৯ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৯ ঘণ্টা আগে