বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রীতম হাসান গানের মানুষ। তবে, অভিনয়শিল্পী হিসেবেও প্রশংসা পেয়েছেন। এ পর্যন্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। আর টিভি নাটকের নিয়মিত মুখ তানজিন তিশাকে এর আগে দেখা গিয়েছিল ‘পয়জন’ ওয়েব ফিল্মে। তাঁরা এবার এক হলেন ‘ঘুমপরী’ নামের নতুন ওয়েব ফিল্মে। ঘুমপরী মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
এ সিনেমা দিয়ে প্রথমবার চরকির সঙ্গে কাজ করতে যাচ্ছেন তানজিন তিশা। অন্যদিকে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পর এ প্ল্যাটফর্মে আবার হাজির হচ্ছেন প্রীতম। তাঁদের সঙ্গে আরও থাকবেন পারশা মাহজাবীন। জুলাই আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশাকে এবার অভিনয়েও দেখা যাবে।
তাঁদের নিয়ে ঘুমপরী বানাবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। গতকাল বিকেলে চরকির অফিসে ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন—প্রীতম, তিশা, পারশা, নির্মাতা জাহিদ ও চরকির সিইও রেদওয়ান রনি।
তানজিন তিশা বলেন, ‘ঘুমপরীর গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হতো। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’
প্রীতম বলেন, ‘খুব সুন্দর গল্পের সিনেমা। এরই মধ্যে নির্মাতা বেশ কিছু ভালো কাজ উপহার দিয়েছেন। আশা করছি ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’
যাঁদের এত দিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত পারশা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাঁদের পছন্দ করি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’
নির্মাতা জাহিদ প্রীতম জানান, ঘুমপরী গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগির শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং।

প্রীতম হাসান গানের মানুষ। তবে, অভিনয়শিল্পী হিসেবেও প্রশংসা পেয়েছেন। এ পর্যন্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। আর টিভি নাটকের নিয়মিত মুখ তানজিন তিশাকে এর আগে দেখা গিয়েছিল ‘পয়জন’ ওয়েব ফিল্মে। তাঁরা এবার এক হলেন ‘ঘুমপরী’ নামের নতুন ওয়েব ফিল্মে। ঘুমপরী মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
এ সিনেমা দিয়ে প্রথমবার চরকির সঙ্গে কাজ করতে যাচ্ছেন তানজিন তিশা। অন্যদিকে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পর এ প্ল্যাটফর্মে আবার হাজির হচ্ছেন প্রীতম। তাঁদের সঙ্গে আরও থাকবেন পারশা মাহজাবীন। জুলাই আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশাকে এবার অভিনয়েও দেখা যাবে।
তাঁদের নিয়ে ঘুমপরী বানাবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। গতকাল বিকেলে চরকির অফিসে ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন—প্রীতম, তিশা, পারশা, নির্মাতা জাহিদ ও চরকির সিইও রেদওয়ান রনি।
তানজিন তিশা বলেন, ‘ঘুমপরীর গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হতো। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’
প্রীতম বলেন, ‘খুব সুন্দর গল্পের সিনেমা। এরই মধ্যে নির্মাতা বেশ কিছু ভালো কাজ উপহার দিয়েছেন। আশা করছি ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’
যাঁদের এত দিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত পারশা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাঁদের পছন্দ করি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’
নির্মাতা জাহিদ প্রীতম জানান, ঘুমপরী গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগির শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং।

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে সমুদ্রসৈকতে দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করেন। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১২ ঘণ্টা আগে
বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
১ দিন আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ দিন আগে