বিনোদন প্রতিবেদক, ঢাকা
পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি। এতে রূপা চরিত্রে দেখা যাবে তাঁকে। নতুন এই সিনেমা নিয়ে পরীমণি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দেবে।’
পরিচালক সামছুল হুদা বলেন, ‘গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাঁকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’
গোলাপের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
এদিকে গত শুক্রবার পরীমণি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। শুটিং সেট থেকে একটি ভিডিও শেয়ার করে জানান পরী। ভিডিওতে পরীমণিকে বলতে শোনা যায়, ‘এক বছর চার মাসে শেষ হলো ডোডোর গল্পের শুটিং। গল্পের প্রয়োজনেই এত লম্বা সময় লাগল।’
এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতি শেষে ২০২৩ সালে সিনেমার কাজ শুরু করেছিলেন পরীমণি। সরকারি অনুদানে ডোডোর গল্প বানিয়েছেন রেজা ঘটক। এতে পরীর সঙ্গে আছেন সায়মন সাদিক।
পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি। এতে রূপা চরিত্রে দেখা যাবে তাঁকে। নতুন এই সিনেমা নিয়ে পরীমণি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দেবে।’
পরিচালক সামছুল হুদা বলেন, ‘গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাঁকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’
গোলাপের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
এদিকে গত শুক্রবার পরীমণি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। শুটিং সেট থেকে একটি ভিডিও শেয়ার করে জানান পরী। ভিডিওতে পরীমণিকে বলতে শোনা যায়, ‘এক বছর চার মাসে শেষ হলো ডোডোর গল্পের শুটিং। গল্পের প্রয়োজনেই এত লম্বা সময় লাগল।’
এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতি শেষে ২০২৩ সালে সিনেমার কাজ শুরু করেছিলেন পরীমণি। সরকারি অনুদানে ডোডোর গল্প বানিয়েছেন রেজা ঘটক। এতে পরীর সঙ্গে আছেন সায়মন সাদিক।
পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে মা ও বোনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। জানালেন জীবনের সব পারিশ্রমিক দিয়ে যাদের মানুষ করেছেন, তারাই বেইমানি করেছেন তাঁর সঙ্গে।
৯ ঘণ্টা আগে৩০ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম। এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার। সিনেমাটি বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে। ইতিমধ্যেই রটারডামে পৌঁছেছেন অভিনেত্রী জয়া আহসান।
১১ ঘণ্টা আগেমা নাজমুন মুনিরা ন্যান্সির গানে মডেল হলেন মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। রোদেলা নিজেও গানের চর্চা করেন; পাশাপাশি নাচে তালিম নিয়েছেন। আগ্রহ আছে অভিনয় এবং মডেলিংয়েও। সেই আগ্রহ থেকে প্রথমবারের মতো মডেল হলেন রোদেলা, আর সেটা মা ন্যান্সির গানে। ইব্রাহিম মাহাদির পরিচালনায় ন্যান্সির গাওয়া ‘তোমারই আছি’ গানের
২১ ঘণ্টা আগেঢাকার থিয়েটার চর্চায় গতি আনতে, দর্শককে থিয়েটারমুখী করতে এবং নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে এক প্ল্যাটফর্মে এসেছে ঢাকা মহানগরীর ৭১টি নাট্যসংগঠন। গত মাসে গঠিত এ প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। পর্ষদের উদ্যোগে ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন নাট্যমঞ্চে না
২১ ঘণ্টা আগে