
‘কুখ্যাত খুনি’, ‘ক্ষ্যাপা বসু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’—ব্যবসাসফল অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। কোনো ছবিতে তাঁরা প্রতিপক্ষ, কোনোটায় একই গ্যাংয়ের কুখ্যাত সন্ত্রাসী, নানাভাবে পর্দায় দেখা দিয়েছেন তাঁরা।
অনেক দিন পর ডিপজল-মিশা আবার একসঙ্গে, এক ছবিতে। ছবির নাম ‘ঘর ভাঙা সংসার’। ডিপজলের বেশির ভাগ ছবির মতো এই ছবিতে তিনি ভিলেন নন, নায়ক। সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান। আর মিশা থাকছেন ডিপজলের বিপক্ষ শিবিরে।
‘ঘর ভাঙা সংসার’ বানাচ্ছেন মনতাজুর রহমান আকবর। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে একটি গান। এতে ডিপজলের নায়িকা হিসেবে আছেন আঁচল ও শিরিন শিলা।
মিশা সওদাগর বলেন, ‘ডিপজল ভাই এই ছবির প্রযোজক এবং নায়ক। আর আমি আছি সংসার ভাঙার দায়িত্বে; যে একটা সুন্দর গোছানো সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ষড়যন্ত্র করে।’
ছবিটি নিয়ে কথা বলার শুরুতেই মিশা বলে দিলেন ‘ঘর ভাঙা সংসার’-এর একটি সংলাপ, যেটি ছবিতে তাঁর মুখে বারবার শোনা যাবে। ‘আসলে ডায়লগটি এত দারুণ যে বলার লোভ সামলাতে পারছি না। ডায়লগটি এমন, “নাম আমার সাইরাস, আমি হচ্ছি কঠিন করোনাভাইরাস।”
অনেক দিন পর ডিপজলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি মিশা। ডিপজলকে তিনি ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবেই মানেন। অতীতে অনেক সংকটে ডিপজলকে আপন ভাইয়ের মতো পাশে পেয়েছেন।
মিশা বলছেন, ‘ডিপজল ভাই আমাদের অভিভাবক। উনি যদি বলেন, এইটা করতে হবে, আমি ওইটা করি। আর কোনো প্রশ্ন থাকে না। গল্প কী, চরিত্র কী—এসব তখন গৌণ হয়ে যায়। এই দুঃসময়ে যখন ইন্ডাস্ট্রিতে ছবি করতে সাহস পাচ্ছে না কেউ, তখন ডিপজল ভাই একের পর এক ছবি নিয়ে মাঠে নামছেন, এটা অনেক বড় ঘটনা।’
মনোয়ার হোসেন ডিপজল চলতি বছরের শুরুর দিকে ১২ মাসে ১২টি ছবি নির্মাণের ঘোষণা দেন। এরই মধ্যে ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।

‘কুখ্যাত খুনি’, ‘ক্ষ্যাপা বসু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’—ব্যবসাসফল অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। কোনো ছবিতে তাঁরা প্রতিপক্ষ, কোনোটায় একই গ্যাংয়ের কুখ্যাত সন্ত্রাসী, নানাভাবে পর্দায় দেখা দিয়েছেন তাঁরা।
অনেক দিন পর ডিপজল-মিশা আবার একসঙ্গে, এক ছবিতে। ছবির নাম ‘ঘর ভাঙা সংসার’। ডিপজলের বেশির ভাগ ছবির মতো এই ছবিতে তিনি ভিলেন নন, নায়ক। সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান। আর মিশা থাকছেন ডিপজলের বিপক্ষ শিবিরে।
‘ঘর ভাঙা সংসার’ বানাচ্ছেন মনতাজুর রহমান আকবর। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে একটি গান। এতে ডিপজলের নায়িকা হিসেবে আছেন আঁচল ও শিরিন শিলা।
মিশা সওদাগর বলেন, ‘ডিপজল ভাই এই ছবির প্রযোজক এবং নায়ক। আর আমি আছি সংসার ভাঙার দায়িত্বে; যে একটা সুন্দর গোছানো সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ষড়যন্ত্র করে।’
ছবিটি নিয়ে কথা বলার শুরুতেই মিশা বলে দিলেন ‘ঘর ভাঙা সংসার’-এর একটি সংলাপ, যেটি ছবিতে তাঁর মুখে বারবার শোনা যাবে। ‘আসলে ডায়লগটি এত দারুণ যে বলার লোভ সামলাতে পারছি না। ডায়লগটি এমন, “নাম আমার সাইরাস, আমি হচ্ছি কঠিন করোনাভাইরাস।”
অনেক দিন পর ডিপজলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি মিশা। ডিপজলকে তিনি ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবেই মানেন। অতীতে অনেক সংকটে ডিপজলকে আপন ভাইয়ের মতো পাশে পেয়েছেন।
মিশা বলছেন, ‘ডিপজল ভাই আমাদের অভিভাবক। উনি যদি বলেন, এইটা করতে হবে, আমি ওইটা করি। আর কোনো প্রশ্ন থাকে না। গল্প কী, চরিত্র কী—এসব তখন গৌণ হয়ে যায়। এই দুঃসময়ে যখন ইন্ডাস্ট্রিতে ছবি করতে সাহস পাচ্ছে না কেউ, তখন ডিপজল ভাই একের পর এক ছবি নিয়ে মাঠে নামছেন, এটা অনেক বড় ঘটনা।’
মনোয়ার হোসেন ডিপজল চলতি বছরের শুরুর দিকে ১২ মাসে ১২টি ছবি নির্মাণের ঘোষণা দেন। এরই মধ্যে ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে