বিনোদন প্রতিবেদক, ঢাকা

বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’ সিনেমা। সালমান শাহ ফ্যান ক্লাবের উদ্যোগে আগামী শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দুটি প্রদর্শন করা হবে।
সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর শুক্রবার জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্র প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এবং মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।
ভক্তদের আমন্ত্রণ জানিয়ে ফ্যান ক্লাব থেকে আরও জানানো হয়, প্রিয় তারকার অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড়পর্দায় দেখার এমন সুযোগ সব সময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড় পর্দায় সালমান শাহ্ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তাঁরা চাইলে এই সুযোগে দেখে নিতে পারেন।
চলচ্চিত্র দুটি উপভোগ করা যাবে বিনা মূল্যে। সালমান শাহ্ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সব দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তাই আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন সালমান শাহ অভিনীত এ দুটি চলচ্চিত্র।
উল্লেখ্য, জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ‘জীবন সংসার’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর, এ ছাড়া আরও অভিনয় করেন–ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
বিক্ষোভ মুক্তি পায় ১৯৯৪ সালে। মহম্মদ হান্নান পরিচালিত চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন ফরিদা হোসেন, কাহিনি বিন্যাস করেছেন জোসেফ শতাব্দী এবং চিত্রনাট্য লিখেছেন মহম্মদ হাননান নিজেই। ছাত্ররাজনীতির ভালো-মন্দ দিক নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে ডি এম ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজিব, ডলি জহুর প্রমুখ।

বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’ সিনেমা। সালমান শাহ ফ্যান ক্লাবের উদ্যোগে আগামী শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দুটি প্রদর্শন করা হবে।
সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর শুক্রবার জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্র প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এবং মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।
ভক্তদের আমন্ত্রণ জানিয়ে ফ্যান ক্লাব থেকে আরও জানানো হয়, প্রিয় তারকার অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড়পর্দায় দেখার এমন সুযোগ সব সময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড় পর্দায় সালমান শাহ্ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তাঁরা চাইলে এই সুযোগে দেখে নিতে পারেন।
চলচ্চিত্র দুটি উপভোগ করা যাবে বিনা মূল্যে। সালমান শাহ্ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সব দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তাই আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন সালমান শাহ অভিনীত এ দুটি চলচ্চিত্র।
উল্লেখ্য, জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ‘জীবন সংসার’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর, এ ছাড়া আরও অভিনয় করেন–ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
বিক্ষোভ মুক্তি পায় ১৯৯৪ সালে। মহম্মদ হান্নান পরিচালিত চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন ফরিদা হোসেন, কাহিনি বিন্যাস করেছেন জোসেফ শতাব্দী এবং চিত্রনাট্য লিখেছেন মহম্মদ হাননান নিজেই। ছাত্ররাজনীতির ভালো-মন্দ দিক নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে ডি এম ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজিব, ডলি জহুর প্রমুখ।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে