
সাদা চুল-দাড়ি। পাঞ্জাবি-পাজামা পরা এক বৃদ্ধ ভীষণ ব্যস্ত রাস্তায়। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যাঁরা রাস্তা পার হচ্ছেন, বৃদ্ধ তাঁদের বাধা দিচ্ছেন। বোঝাচ্ছেন— ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হতে অনুরোধ করছেন।
তাঁর অনুরোধে সাড়া দিচ্ছেন কেউ কেউ। কেউ কথা না শুনে দিব্যি হেঁটে চলে যাচ্ছেন। কিন্তু হাল ছাড়ছেন না বৃদ্ধ। আন্তরিকভাবে লোকজনকে বলছেন, ‘এই যে দ্যাখেন, আমরা যদি সবাই ওভার ব্রিজ ব্যবহার করি, তাহলে তো দুর্ঘটনার হাত থেকে তো বাঁচতে পারি।’
সম্প্রতি রাজধানীর রাস্তায় বৃদ্ধবেশে যাঁকে দেখা গেল, তিনি আর কেউ নন; মীর সাব্বির। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। ছবিটির প্রচারণার জন্য এমন ভিন্ন উপায় বেছে নিয়েছেন তিনি।
লোকজনকে শুধু সচেতনই করেননি মীর সাব্বির। যাঁরা তাঁর কথামতো ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছেন, তাঁদের উপহার হিসেবে ‘রাত জাগা ফুল’ ছবির টিকিট দিয়েছেন সাব্বির।
মীর সাব্বির বলেন, ‘পুরস্কার হিসেবে আমার সিনেমার ফ্রি টিকিট দেওয়াটা ছিল একটা ছোট্ট প্রয়াস। মাথায় ছিল সচেতনতা আর নিরাপত্তার দিকটা। আমার সিনেমায় এ মা, মাটি ও মানুষের চিত্রই ফুটে উঠেছে।’
বৃদ্ধবেশে প্রচারণার একপর্যায়ে আলগা চুল-দাড়ি খুলে ফেলেন মীর সাব্বির। তখন লোকজন তাঁকে চিনতে পারেন। তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হন।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকি। একটি বিশেষ চরিত্রে আছেন মীর সাব্বির নিজেও।
দেখুন মীর সাব্বিরের ভিন্নধর্মী প্রচারণার ভিডিও:

সাদা চুল-দাড়ি। পাঞ্জাবি-পাজামা পরা এক বৃদ্ধ ভীষণ ব্যস্ত রাস্তায়। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যাঁরা রাস্তা পার হচ্ছেন, বৃদ্ধ তাঁদের বাধা দিচ্ছেন। বোঝাচ্ছেন— ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হতে অনুরোধ করছেন।
তাঁর অনুরোধে সাড়া দিচ্ছেন কেউ কেউ। কেউ কথা না শুনে দিব্যি হেঁটে চলে যাচ্ছেন। কিন্তু হাল ছাড়ছেন না বৃদ্ধ। আন্তরিকভাবে লোকজনকে বলছেন, ‘এই যে দ্যাখেন, আমরা যদি সবাই ওভার ব্রিজ ব্যবহার করি, তাহলে তো দুর্ঘটনার হাত থেকে তো বাঁচতে পারি।’
সম্প্রতি রাজধানীর রাস্তায় বৃদ্ধবেশে যাঁকে দেখা গেল, তিনি আর কেউ নন; মীর সাব্বির। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। ছবিটির প্রচারণার জন্য এমন ভিন্ন উপায় বেছে নিয়েছেন তিনি।
লোকজনকে শুধু সচেতনই করেননি মীর সাব্বির। যাঁরা তাঁর কথামতো ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছেন, তাঁদের উপহার হিসেবে ‘রাত জাগা ফুল’ ছবির টিকিট দিয়েছেন সাব্বির।
মীর সাব্বির বলেন, ‘পুরস্কার হিসেবে আমার সিনেমার ফ্রি টিকিট দেওয়াটা ছিল একটা ছোট্ট প্রয়াস। মাথায় ছিল সচেতনতা আর নিরাপত্তার দিকটা। আমার সিনেমায় এ মা, মাটি ও মানুষের চিত্রই ফুটে উঠেছে।’
বৃদ্ধবেশে প্রচারণার একপর্যায়ে আলগা চুল-দাড়ি খুলে ফেলেন মীর সাব্বির। তখন লোকজন তাঁকে চিনতে পারেন। তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হন।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকি। একটি বিশেষ চরিত্রে আছেন মীর সাব্বির নিজেও।
দেখুন মীর সাব্বিরের ভিন্নধর্মী প্রচারণার ভিডিও:

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে