বিনোদন প্রতিবেদক, ঢাকা

দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।

অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’
শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।

অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’
শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
৭ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১৪ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১৪ ঘণ্টা আগে