বিনোদন প্রতিবেদক, ঢাকা

দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।

অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’
শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।

অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’
শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে