বিনোদন প্রতিবেদক, ঢাকা

জাপানের অ্যানিমে সিরিজের কদর সারা বিশ্বে। ‘ডেমন স্লেয়ার’ অন্যতম জনপ্রিয় জাপানি অ্যানিমে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি। জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুটি সিকুয়েল—‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। এ দুটি সিনেমাও ভালো ফল করেছে।
সে ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—ইনফিনিটি ক্যাসেল’। সিনেমাটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বিশ্বব্যাপী মুক্তির কিছুদিন পর ডেমন স্লেয়ারের নতুন সিকুয়েল এল বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সে ১৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল।
ডেমন স্লেয়ারের আগের দুটি সিকুয়েল—টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ এবং টু দ্য হাশিরা ট্রেনিং-এর তুলনায় ইনফিনিটি ক্যাসেল বেশি সাড়া পাচ্ছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে, যা যেকোনো অ্যানিমে সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং। এর আগে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ডলার ওপেনিংয়ের রেকর্ড ছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘পোকেমন: দ্য ফার্স্ট মুভি—মিউটো স্ট্রাইকস ব্যাক’ সিনেমার।
ভ্যারাইটি জানিয়েছে, আইম্যাক্সের মতো অনেক প্রিমিয়াম বৃহৎ ফরম্যাটের হলে দাপিয়ে চলছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল, যা সিনেমাটির আয় অনেক বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি এরই মধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৪০০ মিলিয়নের বেশি। শুধু জাপানের বাজার থেকেই এসেছে ২০০ মিলিয়ন। দিন যত গড়াচ্ছে, ইনফিনিটি ক্যাসেল নিয়ে দর্শকের আগ্রহ তত বাড়ছে। আশা করা হচ্ছে, বাংলাদেশেও বেশ সাড়া ফেলবে এই জাপানি অ্যানিমে।

জাপানের অ্যানিমে সিরিজের কদর সারা বিশ্বে। ‘ডেমন স্লেয়ার’ অন্যতম জনপ্রিয় জাপানি অ্যানিমে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি। জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুটি সিকুয়েল—‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। এ দুটি সিনেমাও ভালো ফল করেছে।
সে ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—ইনফিনিটি ক্যাসেল’। সিনেমাটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বিশ্বব্যাপী মুক্তির কিছুদিন পর ডেমন স্লেয়ারের নতুন সিকুয়েল এল বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সে ১৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল।
ডেমন স্লেয়ারের আগের দুটি সিকুয়েল—টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ এবং টু দ্য হাশিরা ট্রেনিং-এর তুলনায় ইনফিনিটি ক্যাসেল বেশি সাড়া পাচ্ছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে, যা যেকোনো অ্যানিমে সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং। এর আগে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ডলার ওপেনিংয়ের রেকর্ড ছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘পোকেমন: দ্য ফার্স্ট মুভি—মিউটো স্ট্রাইকস ব্যাক’ সিনেমার।
ভ্যারাইটি জানিয়েছে, আইম্যাক্সের মতো অনেক প্রিমিয়াম বৃহৎ ফরম্যাটের হলে দাপিয়ে চলছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল, যা সিনেমাটির আয় অনেক বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি এরই মধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৪০০ মিলিয়নের বেশি। শুধু জাপানের বাজার থেকেই এসেছে ২০০ মিলিয়ন। দিন যত গড়াচ্ছে, ইনফিনিটি ক্যাসেল নিয়ে দর্শকের আগ্রহ তত বাড়ছে। আশা করা হচ্ছে, বাংলাদেশেও বেশ সাড়া ফেলবে এই জাপানি অ্যানিমে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৩ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে