
অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আজ শুক্রবার ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ মুক্তি পেল ভারতের প্রেক্ষাগৃহে। পরিচালক তাঁর অসাধারণ সৃষ্টির জন্য সুপরিচিত। এক কথায় বলতে গেলে, তিনি দর্শককে আসনে ধরে রাখার ক্ষমতা রাখেন। এস এস রাজামৌলিকে দক্ষিণী সিনেমার জাদুকর বললে ভুল হবে না।
এনডিটিভি জানায়, ‘আরআরআর’ সিনেমায় তারকা কাস্ট বাড়তি আকর্ষণ। যার মধ্যে রয়েছেন রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগনের মতো তারকা। এই সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। মুক্তির জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভিড় তারই প্রমাণ।
এস এস রাজামৌলি ও দক্ষিণী সিনেমার ভক্তদের ‘আরআরআর’ সম্পর্কে যে ১০টি বিষয় জানা উচিত—
১. ‘আরআরআর’ নাম শুনে অনেকেই এর পূর্ণ রূপ জানতে সার্চ ইঞ্জিনে ঢুঁ মারছেন হয়তো। ‘আরআরআর’-এর পূর্ণ রূপ হলো, ‘রাইজ, রোর, রিভল্ট’।
২. সিনেমার প্লট ১৯২০ সালের। দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প।
৩. ‘আরআরআর’ হলো ভারতীয় সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। বিগ বাজেটের সিনেমাটির শুধু নির্মাণ ব্যয় ৩৩৬ কোটি রুপি। শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক এর অন্তর্ভুক্ত নয়।
৪. এই প্রথমবার, জুনিয়র এনটিআর ও রাম চরণ একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেন।
৫. আলিয়া ভাট এবং অজয় দেবগন এই ‘আরআরআর’ দিয়ে তেলেগু সিনেমায় ডেবিউ করলেন।
৬. অজয় দেবগন যদিও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবু তাঁকে এই সিনেমার ‘প্রাণ’ বলে উল্লেখ করেছেন নির্মাতা নিজেই।
৭. সিনেমায় আলিয়া ভাট সীতার ভূমিকায় অভিনয় করেছেন।
8. ১৮২ মিনিটের সিনেমা এটি। ভারতে ৪ হাজার স্ক্রিনে ‘আরআরআর’ দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে।
৯. তেলুগু ছাড়াও সিনেমাটি হিন্দি, কন্নড়, তামিল ও মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে।
১০. প্রাথমিকভাবে, ‘আরআরআর’ ৩০ জুলাই, ২০২০-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রত্যাশা ছিল অনেকের।
২০১৮ সালের মার্চে ‘আরআরআর’ সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ তিন বছরের নির্মাণযজ্ঞ শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিগ বাজেটে নির্মিত সিনেমা ‘আরআরআর’।

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আজ শুক্রবার ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ মুক্তি পেল ভারতের প্রেক্ষাগৃহে। পরিচালক তাঁর অসাধারণ সৃষ্টির জন্য সুপরিচিত। এক কথায় বলতে গেলে, তিনি দর্শককে আসনে ধরে রাখার ক্ষমতা রাখেন। এস এস রাজামৌলিকে দক্ষিণী সিনেমার জাদুকর বললে ভুল হবে না।
এনডিটিভি জানায়, ‘আরআরআর’ সিনেমায় তারকা কাস্ট বাড়তি আকর্ষণ। যার মধ্যে রয়েছেন রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগনের মতো তারকা। এই সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। মুক্তির জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভিড় তারই প্রমাণ।
এস এস রাজামৌলি ও দক্ষিণী সিনেমার ভক্তদের ‘আরআরআর’ সম্পর্কে যে ১০টি বিষয় জানা উচিত—
১. ‘আরআরআর’ নাম শুনে অনেকেই এর পূর্ণ রূপ জানতে সার্চ ইঞ্জিনে ঢুঁ মারছেন হয়তো। ‘আরআরআর’-এর পূর্ণ রূপ হলো, ‘রাইজ, রোর, রিভল্ট’।
২. সিনেমার প্লট ১৯২০ সালের। দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প।
৩. ‘আরআরআর’ হলো ভারতীয় সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। বিগ বাজেটের সিনেমাটির শুধু নির্মাণ ব্যয় ৩৩৬ কোটি রুপি। শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক এর অন্তর্ভুক্ত নয়।
৪. এই প্রথমবার, জুনিয়র এনটিআর ও রাম চরণ একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেন।
৫. আলিয়া ভাট এবং অজয় দেবগন এই ‘আরআরআর’ দিয়ে তেলেগু সিনেমায় ডেবিউ করলেন।
৬. অজয় দেবগন যদিও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবু তাঁকে এই সিনেমার ‘প্রাণ’ বলে উল্লেখ করেছেন নির্মাতা নিজেই।
৭. সিনেমায় আলিয়া ভাট সীতার ভূমিকায় অভিনয় করেছেন।
8. ১৮২ মিনিটের সিনেমা এটি। ভারতে ৪ হাজার স্ক্রিনে ‘আরআরআর’ দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে।
৯. তেলুগু ছাড়াও সিনেমাটি হিন্দি, কন্নড়, তামিল ও মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে।
১০. প্রাথমিকভাবে, ‘আরআরআর’ ৩০ জুলাই, ২০২০-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রত্যাশা ছিল অনেকের।
২০১৮ সালের মার্চে ‘আরআরআর’ সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ তিন বছরের নির্মাণযজ্ঞ শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিগ বাজেটে নির্মিত সিনেমা ‘আরআরআর’।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৬ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৬ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৬ ঘণ্টা আগে