Ajker Patrika

আজ থেকে আবার শাকিব-বুবলী

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৮: ৩৪
আজ থেকে আবার শাকিব-বুবলী

শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।

এত দিন ‘লিডার’-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।

‘লিডার, আমিই বাংলাদেশ’-এর নির্মাতা তপু খান বলেন, ‘টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’

গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।

‘লিডার, আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত