গত বৃহস্পতিবার থেকে সারা দেশের ১৬৯টি প্রেক্ষাগৃহে চলছে ঈদের পাঁচটি চলচ্চিত্র। মুক্তির পর থেকে প্রতিটি সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। হলে ফিরছেন দর্শক, আশা জাগাচ্ছে দেশের সিনেমা। গতকাল রোববার ঈদের চতুর্থ দিনেও ঢাকাসহ দেশের অন্যান্য জায়গার প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে। টিকিট না পেয়ে ফিরতে হয়েছে অনেককে।
ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এই ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। গতকাল রোববার বিকেল থেকে সেখানে তিলধারণের জায়গা ছিল না। টিকিটের জন্য দর্শকদের লম্বা সারি চোখে পড়েছে, যার ব্যাপ্তি অনেক দূর ছাড়িয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছেন সব কটি সিনেমাই হাউসফুল গেছে গতকাল।
এদিন বিকেলে পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে আসেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাঁর সঙ্গে ছিলেন ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফী ও সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। দর্শকদের সঙ্গে বসে তাঁরা সিনেমাটি দেখেন।
এ ছাড়া এদিন নিজেদের ‘ক্যাসিনো’ সিনেমার হল ভিজিটে এসেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী, চিত্রনায়ক নিরব হোসেন ও পরিচালক সৈকত নাসির। দর্শক সারিতে বসে বিকেল ৫:৩০-এর শো দেখেন তাঁরা। শো শেষে দর্শকদের আবদার মিটিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন তাঁরা।
সংবাদমাধ্যমে নিজের দুটি সিনেমা নিয়েই কথা বলেন শবনম বুবলী। এ ছাড়া এই প্রথম শাকিব জুটির বাইরে কাজ করার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
এবারের ঈদে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ এবং রায়হান রাফী পরিচালিত ও আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। দুটি ছবি নিয়েই দর্শকের তুমুল উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। তবে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’র মতো হিড়িক না পড়লেও আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ এবং সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। এ দুটি ছবিও দর্শক দেখে প্রশংসা করছেন, সঙ্গে শো-ও যাচ্ছে হাউসফুল। এমনকি অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ নিয়েও সাধারণ দর্শকের বেশ আগ্রহ দেখা গেছে।
‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দুটি নিয়ে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন—সব জায়গাতেই টিকিট নিয়ে রীতিমতো হুড়োহুড়ি। পাওয়া যাচ্ছে না ইনস্ট্যান্ট শোর টিকিট। বেশির ভাগ মানুষই অগ্রিম টিকিট কেটে রেখেছেন। অনেক প্রেক্ষাগৃহে ব্ল্যাকে তিন গুণ দামেও বিক্রি হচ্ছে টিকিট।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৭ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৩ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে