বিনোদন প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। এ নিয়ে অনেকবার আলোচনার শিরোনাম হয়েছেন নির্মাতা ও অভিনেত্রী। মাঝে দুজনেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, যেটা আছে, সেটা শুধুই বন্ধুত্ব। তাঁরা শুধুই ভালো বন্ধু। কেউ কেউ বলছেন, তখন সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হয়েছিল। সেই তিক্ততা দূর হয়ে আবার ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের।

গতকাল ৩ মার্চ ছিল পরিচালক রায়হান রাফীর জন্মদিন। এদিন রায়হান রাফী তাঁর মা ও অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। রাতে তমা মির্জা আয়োজন করেন একটি অনুষ্ঠানের। সেই আয়োজনে উপস্থিত ছিলেন মেহজাবীন, আদনান আল রাজীব, তানজিয়া মিথিলা, সাদিয়া আয়মান, শাহরিয়ার শাকিল, সামিরা খান মাহি, রেদওয়ান রনিসহ অনেকে।
গতকাল রাতে জন্মদিনের আয়োজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে রাফী লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন। ধন্যবাদ তমা এবং আমার পরিবার।’ একই স্থিরচিত্র প্রকাশ করে তমা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’

গত বছর তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের স্থিরচিত্র প্রকাশ করে তমার উদ্দেশে রাফী লিখেছিলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।’
শুধু জন্মদিনের আয়োজন নয়, রাফীর পরিবারের যেকোনো আয়োজন বা সংকটময় পরিস্থিতিতে তমাকে পাশে থাকতে দেখা যায়। এ বছরের জানুয়ারিতে রায়হান রাফীর বাবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তখনো রাফীর পাশে ছিলেন তমা। রাফী-তমা নিজেদের যেকোনো পরিকল্পনা একে অপরের সঙ্গে শেয়ার করেন। তাঁদের ঘনিষ্ঠজনদের মতে, রাফী-তমা একে অপরকে ভীষণ ভালোবাসেন, দুজনেই পরস্পরের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল।

রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা হয়েছিলেন তমা মির্জা। শিগগির মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। এই ওয়েব ফিল্মেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা। সব মিলিয়ে রাফী-তমার সম্পর্কের পালে আবারও নতুন হাওয়া লেগেছে বলেই আন্দাজ করছেন সবাই। কেউ কেউ বলছেন, তাঁদের এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের নয়, তার চেয়ে কিছু বেশি।
চারদিকে যখন রাফী-তমার সম্পর্ক নিয়ে মিষ্টি-মধুর চর্চা, তখন ফেসবুকে তমা জানালেন, এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি আহ্বান জানালেন এ ধরনের তথ্য প্রচার না করার। তিনি লিখেছেন, ‘জোর আহ্বান জানাচ্ছি এই ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় কথা ছড়ানো থেকে বিরত থাকার জন্য। একজন শিল্পী হিসেবে প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা এবং বর্তমানে আমি তা-ই করছি।’

চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। এ নিয়ে অনেকবার আলোচনার শিরোনাম হয়েছেন নির্মাতা ও অভিনেত্রী। মাঝে দুজনেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, যেটা আছে, সেটা শুধুই বন্ধুত্ব। তাঁরা শুধুই ভালো বন্ধু। কেউ কেউ বলছেন, তখন সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হয়েছিল। সেই তিক্ততা দূর হয়ে আবার ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের।

গতকাল ৩ মার্চ ছিল পরিচালক রায়হান রাফীর জন্মদিন। এদিন রায়হান রাফী তাঁর মা ও অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। রাতে তমা মির্জা আয়োজন করেন একটি অনুষ্ঠানের। সেই আয়োজনে উপস্থিত ছিলেন মেহজাবীন, আদনান আল রাজীব, তানজিয়া মিথিলা, সাদিয়া আয়মান, শাহরিয়ার শাকিল, সামিরা খান মাহি, রেদওয়ান রনিসহ অনেকে।
গতকাল রাতে জন্মদিনের আয়োজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে রাফী লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন। ধন্যবাদ তমা এবং আমার পরিবার।’ একই স্থিরচিত্র প্রকাশ করে তমা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’

গত বছর তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের স্থিরচিত্র প্রকাশ করে তমার উদ্দেশে রাফী লিখেছিলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।’
শুধু জন্মদিনের আয়োজন নয়, রাফীর পরিবারের যেকোনো আয়োজন বা সংকটময় পরিস্থিতিতে তমাকে পাশে থাকতে দেখা যায়। এ বছরের জানুয়ারিতে রায়হান রাফীর বাবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তখনো রাফীর পাশে ছিলেন তমা। রাফী-তমা নিজেদের যেকোনো পরিকল্পনা একে অপরের সঙ্গে শেয়ার করেন। তাঁদের ঘনিষ্ঠজনদের মতে, রাফী-তমা একে অপরকে ভীষণ ভালোবাসেন, দুজনেই পরস্পরের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল।

রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা হয়েছিলেন তমা মির্জা। শিগগির মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। এই ওয়েব ফিল্মেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা। সব মিলিয়ে রাফী-তমার সম্পর্কের পালে আবারও নতুন হাওয়া লেগেছে বলেই আন্দাজ করছেন সবাই। কেউ কেউ বলছেন, তাঁদের এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের নয়, তার চেয়ে কিছু বেশি।
চারদিকে যখন রাফী-তমার সম্পর্ক নিয়ে মিষ্টি-মধুর চর্চা, তখন ফেসবুকে তমা জানালেন, এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি আহ্বান জানালেন এ ধরনের তথ্য প্রচার না করার। তিনি লিখেছেন, ‘জোর আহ্বান জানাচ্ছি এই ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় কথা ছড়ানো থেকে বিরত থাকার জন্য। একজন শিল্পী হিসেবে প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা এবং বর্তমানে আমি তা-ই করছি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৫ ঘণ্টা আগে