Ajker Patrika

ঘুরে ঘুরে দুবাই-কানাডা দেখাবেন নিরব

ঘুরে ঘুরে দুবাই-কানাডা দেখাবেন নিরব

১০ পর্বের একটি ট্র্যাভেল শোর শুটিং করতে এবং গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে দুবাই যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। থাকবেন দুই সপ্তাহ। 

নিরব জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ অংশ নিচ্ছেন। বিজনেস সামিটটির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বাংলাদেশের শ্রেষ্ঠ ডটকম। দুই মাস আগে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের পিআর অ্যান্ড হেড অব কমিউনিকেশন হিসেবে কাজ শুরু করেছেন নিরব। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজনেস সামিটে থাকবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন সামিটের সাংস্কৃতিক আয়োজনে। সেই আয়োজনে বাংলাদেশের আরও বেশ কজন তারকা শিল্পীর অংশগ্রহণের কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, ববি, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর প্রমুখ। সামিট অনুষ্ঠিত হবে দুবাইয়ের আবু জায়েদ স্ট্রিটের ক্রাউন প্লাজার একটি সেভেন স্টার হোটেলে।

নিরবসামিট শেষে নিরব অংশ নেবেন ট্র্যাভেল শোর শুটিংয়ে। আরব আমিরাতের বিভিন্ন শহরে ঘুরবেন নিরব ও তাঁর দল। তাঁদের সঙ্গে বিভিন্ন পর্বে অংশ নেবেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও খ্যাতিমান ব্যক্তিরা। ১০ পর্বের ট্র্যাভেল শোটি নির্মাণ করবেন আফতাব বিন তমিজ। প্রচারিত হবে এটিএন বাংলায়। আগেও আফতাব বিন তমিজের পরিচালনায় দুবাই ও কানাডার দুটি ট্র্যাভেল শো সঞ্চালনা করেছেন নিরব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত