
বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শনিবার (২৭ এপ্রিল) নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা পাণ্ডে। অবশ্য তাঁর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ এরই মধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে।
সুইসাইড নোট না পাওয়া গেলেও মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অমৃতা হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট দিয়ে যান। পোস্টের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতা তাঁর সেই পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’
পুলিশের জানিয়েছে, অমৃতা তাঁর প্রযোজক ও পরিচালক স্বামী চন্দ্রমণির সঙ্গে মুম্বাইতে থাকতেন। সম্প্রতি ছোট বোনের বিয়েতে বিহারের ভাগলপুর আসেন। ভাগলপুরে যাওয়ার পর ঠিক করেন, সেখানেই থেকে যাবেন। গতকাল শনিবার অনেক রাত পর্যন্ত তিনি জেগে থাকেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লেখেন। এর কয়েক ঘণ্টা পরই তাঁকে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তাঁর কক্ষের দরজা খোলাই ছিল।
অভিনেত্রীর আত্মীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন অমৃতা। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। এর জন্য চিকিৎসাও চলছিল। সম্প্রতি তাঁর বাবা মারা গেছেন। মা–ই ছিলেন একমাত্র অভিভাবক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০২২ সালে ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা চন্দ্রমণি ঝাংড়ের সঙ্গে অমৃতার বিয়ে হয়। বিয়ের পর দুজনেই মুম্বাইয়ে থাকতেন। গত ১২ এপ্রিল বোন বীণা পাণ্ডের বিয়েতে ভাগলপুর আসেন। ১৮ এপ্রিল বিয়ে অনুষ্ঠানের পর ভাগলপুরেই থেকে যান। তবে স্বামী মুম্বাই ফিরে যান।
অমৃতা পাণ্ডে সুপরিচিত ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপান’ ছবিতে কাজ করেছেন।

বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শনিবার (২৭ এপ্রিল) নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা পাণ্ডে। অবশ্য তাঁর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ এরই মধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে।
সুইসাইড নোট না পাওয়া গেলেও মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অমৃতা হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট দিয়ে যান। পোস্টের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতা তাঁর সেই পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’
পুলিশের জানিয়েছে, অমৃতা তাঁর প্রযোজক ও পরিচালক স্বামী চন্দ্রমণির সঙ্গে মুম্বাইতে থাকতেন। সম্প্রতি ছোট বোনের বিয়েতে বিহারের ভাগলপুর আসেন। ভাগলপুরে যাওয়ার পর ঠিক করেন, সেখানেই থেকে যাবেন। গতকাল শনিবার অনেক রাত পর্যন্ত তিনি জেগে থাকেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লেখেন। এর কয়েক ঘণ্টা পরই তাঁকে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তাঁর কক্ষের দরজা খোলাই ছিল।
অভিনেত্রীর আত্মীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন অমৃতা। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। এর জন্য চিকিৎসাও চলছিল। সম্প্রতি তাঁর বাবা মারা গেছেন। মা–ই ছিলেন একমাত্র অভিভাবক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০২২ সালে ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা চন্দ্রমণি ঝাংড়ের সঙ্গে অমৃতার বিয়ে হয়। বিয়ের পর দুজনেই মুম্বাইয়ে থাকতেন। গত ১২ এপ্রিল বোন বীণা পাণ্ডের বিয়েতে ভাগলপুর আসেন। ১৮ এপ্রিল বিয়ে অনুষ্ঠানের পর ভাগলপুরেই থেকে যান। তবে স্বামী মুম্বাই ফিরে যান।
অমৃতা পাণ্ডে সুপরিচিত ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপান’ ছবিতে কাজ করেছেন।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে