এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক, ঢাকা

দেশের সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। রওনক-মৌসুমীর ‘নয়া মানুষ’ সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে আট বছর আগে নির্মিত ‘দুনিয়া’।
চরের মানুষের গল্পে ‘নয়া মানুষ’
চরের মানুষের জীবনের দুঃখ-সুখের গল্পগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।
নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ প্রমুখ।
নির্মাতা সোহেল রানা বয়াতী বলেন, ‘সিনেমাটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে শুটিং শুরু হয়, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। নয়া মানুষ নিয়ে আমরা আশাবাদী।’

আট বছর পর ‘দুনিয়া’
আট বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন ‘টার্গেট’ নামে একটি সিনেমা। ২০১৬ সালে শুটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। তবে বদলে গেছে নাম। মুক্তি পাচ্ছে ‘দুনিয়া’ নামে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর প্রমুখ।
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘সে সময়ের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এত দেরিতে কেন মুক্তির সিদ্ধান্ত, এটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে।’
আইরিন সুলতানা বলেন, ‘নিজের কাজ পর্দায় দেখতে সবারই ভালো লাগে। অনেক দিন আটকে থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি দর্শক দেখতে পারবে, এটা আনন্দের বিষয়।’

দেশের সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। রওনক-মৌসুমীর ‘নয়া মানুষ’ সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে আট বছর আগে নির্মিত ‘দুনিয়া’।
চরের মানুষের গল্পে ‘নয়া মানুষ’
চরের মানুষের জীবনের দুঃখ-সুখের গল্পগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।
নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ প্রমুখ।
নির্মাতা সোহেল রানা বয়াতী বলেন, ‘সিনেমাটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে শুটিং শুরু হয়, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। নয়া মানুষ নিয়ে আমরা আশাবাদী।’

আট বছর পর ‘দুনিয়া’
আট বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন ‘টার্গেট’ নামে একটি সিনেমা। ২০১৬ সালে শুটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। তবে বদলে গেছে নাম। মুক্তি পাচ্ছে ‘দুনিয়া’ নামে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর প্রমুখ।
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘সে সময়ের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এত দেরিতে কেন মুক্তির সিদ্ধান্ত, এটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে।’
আইরিন সুলতানা বলেন, ‘নিজের কাজ পর্দায় দেখতে সবারই ভালো লাগে। অনেক দিন আটকে থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি দর্শক দেখতে পারবে, এটা আনন্দের বিষয়।’

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৭ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৭ ঘণ্টা আগে