
খ্যাতিমান তথ্যচিত্র নির্মাতা নিকোলা ফিলিবের। প্রায় দশ বছর পর নতুন তথ্যচিত্র নিয়ে ফিরেই চমকে দিলেন তিনি। গত শনিবার ৭৩তম বার্লিন উৎসবের সমাপনী দিনে তাঁর হাতেই ওঠে ‘গোল্ডেন বিয়ার’। ফরাসি এই নির্মাতার তথ্যচিত্র ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ জিতে নিল এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জুরিদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার এই তথ্যচিত্রটিকে সিনেমা হিসেবে বিবেচনা করায় আমি ভীষণ আবেগাপ্লুত। এর মধ্যে এমন সব উপকরণ আছে, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’
শিক্ষা ব্যবস্থা নিয়ে নির্মিত তাঁর ব্যাপক প্রশংসিত তথ্যচিত্র ‘টু বি অ্যান্ড টু হ্যাভ’-এর প্রায় ২১ বছর পর ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ দিয়ে বড় স্বীকৃতি পেলেন পরিচালক নিকোলা ফিলিবের। এর গল্পটি গড়ে উঠেছে প্যারিসে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের একটি ভাসমান ডে কেয়ার সেন্টার নিয়ে।
তিন বছরেরও বেশি সময় ধরে ‘অন দ্য অ্যাডাম্যান্ট’–এর চিত্রায়ণ হয়েছে। সেন নদীর তীরে নোঙর করা একটি বজরায় ‘দ্য অ্যাডাম্যান্ট’ নামের ডে-কেয়ার সেন্টারের রোগী ও পরিচর্যাকারীদের জীবনযাপন ও কথোপকথন তুলে ধরা হয়েছে। নির্মাতা নিকোলা ফিলিবের চোখে মনোরোগ চিকিৎসার ধরন বরাবরই অমানবিক। তাই মানসিক ভারসাম্যহীনদের মানবিকতা দেখাতে চেয়েছেন তিনি। তাঁর আশা, প্রামাণ্যচিত্রটি সমাজের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে।
বার্লিন উৎসবের এবারের আসরে ছিল অনেক চমক, যার মধ্যে অন্যতম মাত্র আট বছর বয়সী অভিনয়শিল্পী সোফিয়া ওতেরোর পুরস্কার জয়। অভিনয়শিল্পী বিভাগে কোনো লিঙ্গ বিভাজন রাখেনি বার্লিন কর্তৃপক্ষ, ‘টোয়েন্টি থাউজেন্ড স্পিশিজ অব বিজ’-এ অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন স্প্যানিশ অভিনেত্রী সোফিয়া। সিনেমাটিতে ট্রান্সজেন্ডার বালিকার চরিত্রে অভিনয় করেছে সোফিয়া। পুরস্কার জেতার পর নিজের প্রতিক্রিয়ায় সোফিয়া জানান, ‘আমি খুবই খুশি। অভিনয়ের জন্য আমি আমার বাকিটা জীবন উৎসর্গ করে যেতে চাই।’
‘গোল্ডেন বিয়ার’ ছাড়া সেরা পরিচালকের ‘সিলবার বিয়ার’ গেছে ফ্রান্সের ঘরে। ‘দ্য প্লাউ’-এর জন্য সেটি জিতেছেন ৭৪ বছর বয়সী নির্মাতা ফিলিপ গ্যারেল। এ ছাড়া বার্লিন উৎসবে গ্র্যান্ড জুরির এবারের পুরস্কার জিতেছে জার্মানির সিনেমা ‘আফায়ার’। জার্মান চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলা শ্যানেলে সেরা চিত্রনাট্যের জন্য ‘সিলবার বিয়ার’ পুরস্কার জিতেছেন। এ ছাড়া ফরাসি চিত্র পরিচালক হেলেন লুভার্ট গিয়াকোমো অসামান্য শৈল্পিক অবদানের জন্য ‘সিলভার বিয়ার’ জিতেছেন। সেরা পার্শ্ব অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ‘টিল দ্য এন্ড অব দ্য নাইট’ ছবির থিয়া ইয়ারা।
প্রতিযোগিতার এবারের আসরের প্রধান জুরির দায়িত্বে ছিলেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ইরানি-ফরাসি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি, জার্মান পরিচালক ভ্যালেস্কা গ্রিসবাখ, রোমানিয়ান পরিচালক রাদু জুড, মার্কিন কাস্টিং ডিরেক্টর এবং প্রযোজক ফ্রান্সাইন মাইসলার, স্প্যানিশ পরিচালক কার্লা সিমন এবং হংকংয়ের বিখ্যাত পরিচালক ও প্রযোজক জনি টো।
এ বছরের সম্মানজনক ‘গোল্ডেন বিয়ার’ তুলে দেওয়া হয় পরিচালক স্টিভেন স্পিলবার্গের হাতে।

খ্যাতিমান তথ্যচিত্র নির্মাতা নিকোলা ফিলিবের। প্রায় দশ বছর পর নতুন তথ্যচিত্র নিয়ে ফিরেই চমকে দিলেন তিনি। গত শনিবার ৭৩তম বার্লিন উৎসবের সমাপনী দিনে তাঁর হাতেই ওঠে ‘গোল্ডেন বিয়ার’। ফরাসি এই নির্মাতার তথ্যচিত্র ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ জিতে নিল এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জুরিদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার এই তথ্যচিত্রটিকে সিনেমা হিসেবে বিবেচনা করায় আমি ভীষণ আবেগাপ্লুত। এর মধ্যে এমন সব উপকরণ আছে, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’
শিক্ষা ব্যবস্থা নিয়ে নির্মিত তাঁর ব্যাপক প্রশংসিত তথ্যচিত্র ‘টু বি অ্যান্ড টু হ্যাভ’-এর প্রায় ২১ বছর পর ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ দিয়ে বড় স্বীকৃতি পেলেন পরিচালক নিকোলা ফিলিবের। এর গল্পটি গড়ে উঠেছে প্যারিসে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের একটি ভাসমান ডে কেয়ার সেন্টার নিয়ে।
তিন বছরেরও বেশি সময় ধরে ‘অন দ্য অ্যাডাম্যান্ট’–এর চিত্রায়ণ হয়েছে। সেন নদীর তীরে নোঙর করা একটি বজরায় ‘দ্য অ্যাডাম্যান্ট’ নামের ডে-কেয়ার সেন্টারের রোগী ও পরিচর্যাকারীদের জীবনযাপন ও কথোপকথন তুলে ধরা হয়েছে। নির্মাতা নিকোলা ফিলিবের চোখে মনোরোগ চিকিৎসার ধরন বরাবরই অমানবিক। তাই মানসিক ভারসাম্যহীনদের মানবিকতা দেখাতে চেয়েছেন তিনি। তাঁর আশা, প্রামাণ্যচিত্রটি সমাজের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে।
বার্লিন উৎসবের এবারের আসরে ছিল অনেক চমক, যার মধ্যে অন্যতম মাত্র আট বছর বয়সী অভিনয়শিল্পী সোফিয়া ওতেরোর পুরস্কার জয়। অভিনয়শিল্পী বিভাগে কোনো লিঙ্গ বিভাজন রাখেনি বার্লিন কর্তৃপক্ষ, ‘টোয়েন্টি থাউজেন্ড স্পিশিজ অব বিজ’-এ অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন স্প্যানিশ অভিনেত্রী সোফিয়া। সিনেমাটিতে ট্রান্সজেন্ডার বালিকার চরিত্রে অভিনয় করেছে সোফিয়া। পুরস্কার জেতার পর নিজের প্রতিক্রিয়ায় সোফিয়া জানান, ‘আমি খুবই খুশি। অভিনয়ের জন্য আমি আমার বাকিটা জীবন উৎসর্গ করে যেতে চাই।’
‘গোল্ডেন বিয়ার’ ছাড়া সেরা পরিচালকের ‘সিলবার বিয়ার’ গেছে ফ্রান্সের ঘরে। ‘দ্য প্লাউ’-এর জন্য সেটি জিতেছেন ৭৪ বছর বয়সী নির্মাতা ফিলিপ গ্যারেল। এ ছাড়া বার্লিন উৎসবে গ্র্যান্ড জুরির এবারের পুরস্কার জিতেছে জার্মানির সিনেমা ‘আফায়ার’। জার্মান চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলা শ্যানেলে সেরা চিত্রনাট্যের জন্য ‘সিলবার বিয়ার’ পুরস্কার জিতেছেন। এ ছাড়া ফরাসি চিত্র পরিচালক হেলেন লুভার্ট গিয়াকোমো অসামান্য শৈল্পিক অবদানের জন্য ‘সিলভার বিয়ার’ জিতেছেন। সেরা পার্শ্ব অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ‘টিল দ্য এন্ড অব দ্য নাইট’ ছবির থিয়া ইয়ারা।
প্রতিযোগিতার এবারের আসরের প্রধান জুরির দায়িত্বে ছিলেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ইরানি-ফরাসি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি, জার্মান পরিচালক ভ্যালেস্কা গ্রিসবাখ, রোমানিয়ান পরিচালক রাদু জুড, মার্কিন কাস্টিং ডিরেক্টর এবং প্রযোজক ফ্রান্সাইন মাইসলার, স্প্যানিশ পরিচালক কার্লা সিমন এবং হংকংয়ের বিখ্যাত পরিচালক ও প্রযোজক জনি টো।
এ বছরের সম্মানজনক ‘গোল্ডেন বিয়ার’ তুলে দেওয়া হয় পরিচালক স্টিভেন স্পিলবার্গের হাতে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৫ মিনিট আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৫ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৯ মিনিট আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
২৩ মিনিট আগে