বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। ঈদ এলেই দেখা যায় সিনেমা মুক্তির প্রতিযোগিতা। শুধু মুক্তি নয়, এখন সিনেমা তৈরিও হচ্ছে দুই ঈদকে কেন্দ্র করে। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, তাহলে কি ঈদ ছাড়া সিনেমা হবে না?
চলতি বছরের প্রথম ছয় মাসে মুক্তি পেয়েছে ২২টি সিনেমা। যার মধ্যে ১২টিই মুক্তি পেয়েছে দুই ঈদে। কোরবানির ঈদ শেষ হতেই আগামী বছরের রোজার ঈদের জন্য সিনেমা নির্মাণে মনোযোগী হচ্ছেন নির্মাতারা। ইতিমধ্যে দুই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
রোজার ঈদকে টার্গেট করে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। অন্যদিকে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘দম’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন রেদওয়ান রনি। এটিও রোজার ঈদে মুক্তির ঘোষণা এসেছে। এ ছাড়া ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমা আসবে একই ঈদে।
নির্মাতাদের এমন ঘোষণায় খুশি নন ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ফেসবুকে এই নির্মাতা লিখেছেন, ‘যা যা সিনেমার ঘোষণা আসছে, হয় এই ঈদ, না হয় সেই ঈদ। ঈদ ছাড়া কি সিনেমা হবে না?’
যদিও গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছিল গত বছরের রোজার ঈদে। এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ঈদেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে তৈরি এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম প্রমুখ।
মূলত ঈদের সময় দর্শক সমাগম বেশি থাকায় এ উৎসবে সিনেমা মুক্তি দিতে চান নির্মাতা। সিনেপ্লেক্সে গুটি কয়েক শো পেলেও খুশি তাঁরা। তবে সিনেমা হলের মালিকেরা চান, বছরজুড়ে নিয়মিত মুক্তি পাক ভালো মানের সিনেমা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারাও অভিযোগ করছেন, নিয়মিত সিনেমা মুক্তি না পাওয়ায় বছরের বেশির ভাগ সময় সিনেমা হল বন্ধ রাখতে বাধ্য হন মালিকেরা।

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। ঈদ এলেই দেখা যায় সিনেমা মুক্তির প্রতিযোগিতা। শুধু মুক্তি নয়, এখন সিনেমা তৈরিও হচ্ছে দুই ঈদকে কেন্দ্র করে। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, তাহলে কি ঈদ ছাড়া সিনেমা হবে না?
চলতি বছরের প্রথম ছয় মাসে মুক্তি পেয়েছে ২২টি সিনেমা। যার মধ্যে ১২টিই মুক্তি পেয়েছে দুই ঈদে। কোরবানির ঈদ শেষ হতেই আগামী বছরের রোজার ঈদের জন্য সিনেমা নির্মাণে মনোযোগী হচ্ছেন নির্মাতারা। ইতিমধ্যে দুই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
রোজার ঈদকে টার্গেট করে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। অন্যদিকে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘দম’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন রেদওয়ান রনি। এটিও রোজার ঈদে মুক্তির ঘোষণা এসেছে। এ ছাড়া ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমা আসবে একই ঈদে।
নির্মাতাদের এমন ঘোষণায় খুশি নন ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ফেসবুকে এই নির্মাতা লিখেছেন, ‘যা যা সিনেমার ঘোষণা আসছে, হয় এই ঈদ, না হয় সেই ঈদ। ঈদ ছাড়া কি সিনেমা হবে না?’
যদিও গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছিল গত বছরের রোজার ঈদে। এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ঈদেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে তৈরি এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম প্রমুখ।
মূলত ঈদের সময় দর্শক সমাগম বেশি থাকায় এ উৎসবে সিনেমা মুক্তি দিতে চান নির্মাতা। সিনেপ্লেক্সে গুটি কয়েক শো পেলেও খুশি তাঁরা। তবে সিনেমা হলের মালিকেরা চান, বছরজুড়ে নিয়মিত মুক্তি পাক ভালো মানের সিনেমা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারাও অভিযোগ করছেন, নিয়মিত সিনেমা মুক্তি না পাওয়ায় বছরের বেশির ভাগ সময় সিনেমা হল বন্ধ রাখতে বাধ্য হন মালিকেরা।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২১ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২১ ঘণ্টা আগে