
একসঙ্গে ভক্তদের দুই উপহার দিলেন টালিউড অভিনেতা দেব অধিকারী। গতকাল শনিবার পারিবারিক ছবি ‘প্রধান’-এর নাম ঘোষণার পর প্রকাশ করলেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ফার্স্টলুক।
গতকাল পয়লা বৈশাখের ফার্স্টলুক পোস্টারে শুধু ‘ব্যোমকেশ’ দেবকেই দেখা গেছে। পোস্টারে এক হাতে সাপ, আরেক হাতে টর্চ ধরে তীক্ষ্ণ চোখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব। দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।
গত ২৮ জানুয়ারি দেব ঘোষণা করেন, অভিনেতা হিসেবে তাঁর পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর নাম। এক টুইটে তিনি লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে সতেরো বছর পূর্ণ করে ফেললাম। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবির ঘোষণা করছি। ‘‘ব্যোমকেশ দুর্গ রহস্য’’ প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আশীর্বাদ সঙ্গে চাই। ছবির অভিনেতা, কলাকুশলী ও পরিচালকের নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।’
পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের নাম রটলেও সৃজিত তখন জানিয়ে দেন তিনি সিনেমাটি পরিচালনা করছেন না। সিনেমাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিরসা দাশ গুপ্ত।
উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, গৌরব চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যকে এখন পর্যন্ত বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতে সুশান্ত সিং রাজপুত ‘ডিটেকটিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দেবের নাম।

একসঙ্গে ভক্তদের দুই উপহার দিলেন টালিউড অভিনেতা দেব অধিকারী। গতকাল শনিবার পারিবারিক ছবি ‘প্রধান’-এর নাম ঘোষণার পর প্রকাশ করলেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ফার্স্টলুক।
গতকাল পয়লা বৈশাখের ফার্স্টলুক পোস্টারে শুধু ‘ব্যোমকেশ’ দেবকেই দেখা গেছে। পোস্টারে এক হাতে সাপ, আরেক হাতে টর্চ ধরে তীক্ষ্ণ চোখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব। দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।
গত ২৮ জানুয়ারি দেব ঘোষণা করেন, অভিনেতা হিসেবে তাঁর পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর নাম। এক টুইটে তিনি লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে সতেরো বছর পূর্ণ করে ফেললাম। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবির ঘোষণা করছি। ‘‘ব্যোমকেশ দুর্গ রহস্য’’ প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আশীর্বাদ সঙ্গে চাই। ছবির অভিনেতা, কলাকুশলী ও পরিচালকের নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।’
পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের নাম রটলেও সৃজিত তখন জানিয়ে দেন তিনি সিনেমাটি পরিচালনা করছেন না। সিনেমাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিরসা দাশ গুপ্ত।
উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, গৌরব চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যকে এখন পর্যন্ত বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতে সুশান্ত সিং রাজপুত ‘ডিটেকটিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দেবের নাম।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১৩ মিনিট আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
২৭ মিনিট আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩১ মিনিট আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩৪ মিনিট আগে