Ajker Patrika

সত্যান্বেষী ব্যোমকেশ রূপে ধরা দিলেন দেব 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১: ৪৭
সত্যান্বেষী ব্যোমকেশ রূপে ধরা দিলেন দেব 

একসঙ্গে ভক্তদের দুই উপহার দিলেন টালিউড অভিনেতা দেব অধিকারী। গতকাল শনিবার পারিবারিক ছবি ‘প্রধান’-এর নাম ঘোষণার পর প্রকাশ করলেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ফার্স্টলুক।

গতকাল পয়লা বৈশাখের ফার্স্টলুক পোস্টারে শুধু ‘ব্যোমকেশ’ দেবকেই দেখা গেছে। পোস্টারে এক হাতে সাপ, আরেক হাতে টর্চ ধরে তীক্ষ্ণ চোখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব। দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।

গত ২৮ জানুয়ারি দেব ঘোষণা করেন, অভিনেতা হিসেবে তাঁর পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর নাম। এক টুইটে তিনি লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে সতেরো বছর পূর্ণ করে ফেললাম। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবির ঘোষণা করছি। ‘‘ব্যোমকেশ দুর্গ রহস্য’’ প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আশীর্বাদ সঙ্গে চাই। ছবির অভিনেতা, কলাকুশলী ও পরিচালকের নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।’

পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের নাম রটলেও সৃজিত তখন জানিয়ে দেন তিনি সিনেমাটি পরিচালনা করছেন না। সিনেমাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিরসা দাশ গুপ্ত।
 
উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, গৌরব চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যকে এখন পর্যন্ত বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতে সুশান্ত সিং রাজপুত ‘ডিটেকটিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দেবের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত