বিনোদন প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি টিকিট বিক্রির অর্থ পুনর্বণ্টনের দাবি জানিয়ে তিনটি প্রস্তাব দিয়ে প্রযোজকদের পক্ষে স্টার সিনেপ্লেক্সকে চিঠি দেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের এমডি শাহরিয়ার শাকিল। গত ২২ মে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বৈঠক শেষে প্রযোজকেরা জানান, এখন থেকে সিনেমা প্রদর্শনীর ন্যায্য অংশ পাবেন তাঁরা। তবে চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্সের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন কয়েকজন প্রযোজক। নতুন নিয়ম করতে হলে ব্যক্তিগতভাবে নয়, চলচ্চিত্র সংগঠনগুলো মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ঈদের আগে হল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।
প্রযোজকদের দাবি নিয়ে গত রোববার রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলন করে প্রদর্শক সমিতি। সেখানে সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘দর্শকেরা এখন ঈদের সময় হলমুখী থাকেন। সেই সুযোগে কিছু প্রযোজক শেয়ার মানি বাড়ানোর চেষ্টা করছেন। হলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সিনেপ্লেক্সসহ দেশের ২০টি হলের মালিক লিখিতভাবে প্রদর্শক সমিতিতে বিষয়টি জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনায় বসেছিলাম। স্পস্ট করে বলতে চাই, প্রযোজকদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হলের মালিকেরা মেনে নেবেন না। বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ করার সিদ্ধান্তও আসতে পারে।’
আওলাদ হোসেন আরও বলেন, ‘প্রযোজকদের কোনো দাবি থাকলে প্রযোজক সমিতির মাধ্যমে প্রদর্শক সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে জানাতে পারতেন। সব সংগঠন মিলে আলোচনা করলে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু রাতের অন্ধকারে চিঠি দিয়ে, গোপনে বৈঠক করে সিনেপ্লেক্সকে কুক্ষিগত করবেন, এটা আমরা মেনে নেব না। এখনো প্রযোজকদের অনুরোধ করছি, এমন কোনো কাজ করবেন না, যাতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ঈদের আগের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঈদের সময় সব হল বন্ধ হয়ে গেলে এর দায়দায়িত্ব প্রযোজকদেরকেই নিতে হবে।’
প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘নতুন প্রযোজক, যাঁদের দু-একটা সিনেমা ভালো যাওয়ায় গরম হয়ে পড়েছেন। এখন তাঁরা উৎপাত শুরু করেছেন। বিভিন্ন সিনেপ্লেক্সে গিয়ে বলছেন, শেয়ার বাড়িয়ে দিতে হবে; নইলে সিনেমা দেব না। এটা ভীষণ অন্যায়। প্রযোজকদের একটা সমিতি আছে। সেই সমিতির মাধ্যমে তাঁরা প্রস্তাব পাঠাতে পারতেন। ৫০ বছরের ইতিহাসে কখনো কোনো প্রযোজক আলাদা করে হলের মালিকদের সঙ্গে আলোচনায় বসে প্রচলিত নিয়ম ভাঙেননি। যা হয়েছে সংগঠনগুলোর আলোচনার মাধ্যমে।’
সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘প্রদর্শক সমিতির নীতি হচ্ছে, নিজে বাঁচো, অন্যকে বাঁচার সুযোগ করে দাও। এ কারণেই চলচ্চিত্রের করুণ সময়েও গত ঈদে সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে। সেই ব্যবসাকে কেন্দ্র করে এবার ঈদে যেসব সিনেমা আসছে, সেগুলো অনিয়মতান্ত্রিকভাবে প্রদর্শনের চেষ্টা চলছে। এমনটি করা থেকে প্রযোজকদের বিরত থাকার অনুরোধ করছি। অন্তত এ ঈদটা পার হোক আগের নিয়মে। এরপর সম্মিলিতভাবে প্রয়োজনে নতুন নিয়ম প্রণয়ন করা হবে।’

সম্প্রতি টিকিট বিক্রির অর্থ পুনর্বণ্টনের দাবি জানিয়ে তিনটি প্রস্তাব দিয়ে প্রযোজকদের পক্ষে স্টার সিনেপ্লেক্সকে চিঠি দেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের এমডি শাহরিয়ার শাকিল। গত ২২ মে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বৈঠক শেষে প্রযোজকেরা জানান, এখন থেকে সিনেমা প্রদর্শনীর ন্যায্য অংশ পাবেন তাঁরা। তবে চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্সের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন কয়েকজন প্রযোজক। নতুন নিয়ম করতে হলে ব্যক্তিগতভাবে নয়, চলচ্চিত্র সংগঠনগুলো মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ঈদের আগে হল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।
প্রযোজকদের দাবি নিয়ে গত রোববার রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলন করে প্রদর্শক সমিতি। সেখানে সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘দর্শকেরা এখন ঈদের সময় হলমুখী থাকেন। সেই সুযোগে কিছু প্রযোজক শেয়ার মানি বাড়ানোর চেষ্টা করছেন। হলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সিনেপ্লেক্সসহ দেশের ২০টি হলের মালিক লিখিতভাবে প্রদর্শক সমিতিতে বিষয়টি জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনায় বসেছিলাম। স্পস্ট করে বলতে চাই, প্রযোজকদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হলের মালিকেরা মেনে নেবেন না। বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ করার সিদ্ধান্তও আসতে পারে।’
আওলাদ হোসেন আরও বলেন, ‘প্রযোজকদের কোনো দাবি থাকলে প্রযোজক সমিতির মাধ্যমে প্রদর্শক সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে জানাতে পারতেন। সব সংগঠন মিলে আলোচনা করলে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু রাতের অন্ধকারে চিঠি দিয়ে, গোপনে বৈঠক করে সিনেপ্লেক্সকে কুক্ষিগত করবেন, এটা আমরা মেনে নেব না। এখনো প্রযোজকদের অনুরোধ করছি, এমন কোনো কাজ করবেন না, যাতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ঈদের আগের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঈদের সময় সব হল বন্ধ হয়ে গেলে এর দায়দায়িত্ব প্রযোজকদেরকেই নিতে হবে।’
প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘নতুন প্রযোজক, যাঁদের দু-একটা সিনেমা ভালো যাওয়ায় গরম হয়ে পড়েছেন। এখন তাঁরা উৎপাত শুরু করেছেন। বিভিন্ন সিনেপ্লেক্সে গিয়ে বলছেন, শেয়ার বাড়িয়ে দিতে হবে; নইলে সিনেমা দেব না। এটা ভীষণ অন্যায়। প্রযোজকদের একটা সমিতি আছে। সেই সমিতির মাধ্যমে তাঁরা প্রস্তাব পাঠাতে পারতেন। ৫০ বছরের ইতিহাসে কখনো কোনো প্রযোজক আলাদা করে হলের মালিকদের সঙ্গে আলোচনায় বসে প্রচলিত নিয়ম ভাঙেননি। যা হয়েছে সংগঠনগুলোর আলোচনার মাধ্যমে।’
সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘প্রদর্শক সমিতির নীতি হচ্ছে, নিজে বাঁচো, অন্যকে বাঁচার সুযোগ করে দাও। এ কারণেই চলচ্চিত্রের করুণ সময়েও গত ঈদে সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে। সেই ব্যবসাকে কেন্দ্র করে এবার ঈদে যেসব সিনেমা আসছে, সেগুলো অনিয়মতান্ত্রিকভাবে প্রদর্শনের চেষ্টা চলছে। এমনটি করা থেকে প্রযোজকদের বিরত থাকার অনুরোধ করছি। অন্তত এ ঈদটা পার হোক আগের নিয়মে। এরপর সম্মিলিতভাবে প্রয়োজনে নতুন নিয়ম প্রণয়ন করা হবে।’

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৪ ঘণ্টা আগে