
শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। মুক্তির দিন থেকেই ঢাকা ও ঢাকার বাইরে দর্শক জোয়ারে ভাসছে বলে জানান মিশন এক্সট্রিম-সংশ্লিষ্টরা। জানালেন, যে টার্গেট নিয়ে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়া হয়েছে, প্রথম দিনে দর্শক সাড়া যেন সেই সফলতার পথই দেখাচ্ছে।
‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক সানী সানোয়ার বলেন, ‘প্রথম দিনে দারুণ সাড়া পেয়েছি আমরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর সার্বক্ষণিক খবর রাখছি। হলমালিকদের প্রায় সবাই দারুণ খুশি। তাঁরা আমাদের জানিয়েছেন, শুক্রবার সকালের শোতে খুব বেশি দর্শক না থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে বেশ ভালো দর্শক পেয়েছেন।’ হলমালিকেরা বলছেন, ‘বিগত দুই-তিন বছরে সিনেমা হলগুলোতে এমন দর্শক তারা দেখেননি।’
ছবিটি মুক্তির আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।
অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার আরিফিন। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর সিনেমা-সংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখা যায় না। তবে সেদিন ছবি দেখতে এসেছিলেন। ছবিটি দেখা শেষ করে অর্পিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সবাই বেশ ভালো অভিনয় করেছেন। ভালো অভিনয় একটা ছবির সবচেয়ে বড় বিষয় বলে তিনি মনে করেন।
আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা বর্তমানে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। মুক্তির দিন থেকেই ঢাকা ও ঢাকার বাইরে দর্শক জোয়ারে ভাসছে বলে জানান মিশন এক্সট্রিম-সংশ্লিষ্টরা। জানালেন, যে টার্গেট নিয়ে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়া হয়েছে, প্রথম দিনে দর্শক সাড়া যেন সেই সফলতার পথই দেখাচ্ছে।
‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক সানী সানোয়ার বলেন, ‘প্রথম দিনে দারুণ সাড়া পেয়েছি আমরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর সার্বক্ষণিক খবর রাখছি। হলমালিকদের প্রায় সবাই দারুণ খুশি। তাঁরা আমাদের জানিয়েছেন, শুক্রবার সকালের শোতে খুব বেশি দর্শক না থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে বেশ ভালো দর্শক পেয়েছেন।’ হলমালিকেরা বলছেন, ‘বিগত দুই-তিন বছরে সিনেমা হলগুলোতে এমন দর্শক তারা দেখেননি।’
ছবিটি মুক্তির আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।
অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার আরিফিন। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর সিনেমা-সংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখা যায় না। তবে সেদিন ছবি দেখতে এসেছিলেন। ছবিটি দেখা শেষ করে অর্পিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সবাই বেশ ভালো অভিনয় করেছেন। ভালো অভিনয় একটা ছবির সবচেয়ে বড় বিষয় বলে তিনি মনে করেন।
আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা বর্তমানে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৩ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে