ছোট চুল-দাড়ি, চোখের নিচে দীর্ঘরাত না ঘুমানোর ছাপ, সারা শরীরে লেগে আছে রক্ত আর ময়লা। নোংরা হয়ে আছে পরনের পোশাকও। শরীরজুড়ে ক্লান্তি। জ্বলে আছে শুধু চোখজোড়া। একজোড়া বিস্ফারিত চোখ যেন বলছে অনেক কথাই।
নতুন ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। রায়হান রাফি পরিচালিত ‘নূর’ ছবিতে এ লুকেই দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে পাবনায় প্রায় ২০দিন ধরে শুটিং চলে এ ছবির। এর কিছুদিন আগে দেওয়া হয় ঘোষণা। তবে কী ধরনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘নূর’, কী ধরনের চরিত্রে দেখা যাবে শুভকে—কিছুই জানাননি ছবিসংশ্লিষ্টরা।
ছবির কাজ শেষ। মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘নূর’। তাই আগেভাগেই শুরু হলো প্রচারণা। তারই অংশ হিসেবে প্রকাশ পেল ছবির প্রথম লুক। সঙ্গে জানা গেল, ‘নূর’ ছবির গল্পের একটি বড় অংশ জুড়ে আরিফিন শুভকে দেখা যাবে মানসিক হাসপাতালে। বৃহস্পতিবার প্রকাশ করা পোস্টারে এমন ইঙ্গিত পাওয়া গেল।
পোস্টারে দেখা যাচ্ছে, মানসিক হাসপাতালের পোশাক গায়ে শুভ বসে আছেন। পেছনের দেয়ালে অনেক আঁকিবুকি। হয়তো কেউ কিংবা শুভ নিজেও হতে পারে, দেয়ালে এঁকে রেখেছে প্রিয় মানুষের মুখ!
শুভর হাতে এক নারীর ছবি। ধারণা করা হচ্ছে, ওই ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি ঐশী।
‘নূর’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন ঐশী। ছবির গল্পে কি তিনি শুভর স্ত্রী নাকি প্রেমিকা? উত্তর জানা যায়নি এখনো।
তবে এই একটি ছবি প্রকাশ করেই দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতুহল হাজির করেছে ‘নূর’ টিম।
শুভ ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা ‘নূর’। এর আগে তাঁরা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ ছবিতে অভিনয় করেছেন।
করোনা সংক্রমণ কমলে ও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি স্বাভাবিক হলেই দেশজুড়ে মুক্তি পাবে ‘নূর’।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১০ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৬ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে