বিনোদন প্রতিবেদক, ঢাকা

কোরবানির ঈদ উপলক্ষে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। হলের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান ও জয়া আহসান অভিনীত 'তাণ্ডব'। ১৩২টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি। এরপরই আছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের 'ইনসাফ'।
প্রতি ঈদেই সিঙ্গেলস্ক্রিন দখলে থাকে শাকিব খানের। এই ঈদে সেই প্রভাবটা যেন আরও বেশি। হল-সংকটের সময়েও ১৩২ হলে মুক্তি পেয়েছে তাণ্ডব। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এটিকে সাম্প্রতিক সময়ের রেকর্ড বলে দাবি করছে ৷ হল লিস্ট প্রকাশ করে ফেসবুকে সিনেমার প্রযোজক ও কলাকুশলীরা লিখেছে, 'সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ।'

সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এই সিনেমায়ও শাকিব খানকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক। হত্যা করে প্রতাপশালী এক ব্যক্তিকে। ওই ভবনের সবাইকে জিম্মি করে রাখে। ভেতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টানটান লড়াই। নায়কের এই অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। এ সিনেমা দিয়ে এক দশক পর একসঙ্গে পর্দায় দেখা যাবে শাকিব ও জয়াকে। তবে জুটি নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে। প্রকাশিত টিজারে এমনটাই আঁচ করা গেছে। এতে শাকিবের নায়িকা সাবিলা নূর। সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফী।

হলের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'ইনসাফ'। ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটি। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আরও আছেন মোশাররফ করিম। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেকে ভাবছে, একসময়ের ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে একটি পুরোনো মামলার নতুনভাবে তদন্ত শুরু করে পুলিশ কর্মকর্তা ফারিণ।

তানিম নূরের 'উৎসব' দেখা যাচ্ছে সিনেপ্লেক্সগুলোতে। স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ও যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে সিনেমাটি। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তাঁর সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাঁকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি। অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

ঢাকার স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে 'এশা মার্ডার: কর্মফল'৷ সিনেমার গল্পে দেখা যাবে একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিন মেয়ে। তিনটি খুনই হয় ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে শ্বাসরুদ্ধকর অভিযানে নামে পুলিশ কর্মকর্তা লিনা। পুলিশ কর্মকর্তা লিনা চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় এতে আরও আছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, ফারুক আহমেদ প্রমুখ।

পোস্টার, গান, টিজার দিয়ে প্রচারে এগিয়ে থাকলেও হলের দিক দিয়ে সুবিধা করতে পারেনি আলোক হাসানের 'টগর'। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো হল লিস্ট প্রকাশ করা হয়নি। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমার পাশাপাশি ঢাকার আজাদ সিনেমা হলে চলছে সিনেমাটি। টগর সিনেমায় দেখা যাবে বন্দর এলাকার গল্প। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তাঁর বিপরীতে আছেন পূজা চেরি।

ঈদের আগেই নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছিল শুরুতে সিনেপ্লেক্সে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে 'নীলচক্র' সিনেমার। সেই মোতাবেক স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় দেখা যাচ্ছে নীলচক্র। সিনেমার গল্পে দেখা যাবে, প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে। অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু প্রমুখ।

কোরবানির ঈদ উপলক্ষে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। হলের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান ও জয়া আহসান অভিনীত 'তাণ্ডব'। ১৩২টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি। এরপরই আছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের 'ইনসাফ'।
প্রতি ঈদেই সিঙ্গেলস্ক্রিন দখলে থাকে শাকিব খানের। এই ঈদে সেই প্রভাবটা যেন আরও বেশি। হল-সংকটের সময়েও ১৩২ হলে মুক্তি পেয়েছে তাণ্ডব। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এটিকে সাম্প্রতিক সময়ের রেকর্ড বলে দাবি করছে ৷ হল লিস্ট প্রকাশ করে ফেসবুকে সিনেমার প্রযোজক ও কলাকুশলীরা লিখেছে, 'সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ।'

সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এই সিনেমায়ও শাকিব খানকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক। হত্যা করে প্রতাপশালী এক ব্যক্তিকে। ওই ভবনের সবাইকে জিম্মি করে রাখে। ভেতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টানটান লড়াই। নায়কের এই অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। এ সিনেমা দিয়ে এক দশক পর একসঙ্গে পর্দায় দেখা যাবে শাকিব ও জয়াকে। তবে জুটি নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে। প্রকাশিত টিজারে এমনটাই আঁচ করা গেছে। এতে শাকিবের নায়িকা সাবিলা নূর। সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফী।

হলের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'ইনসাফ'। ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটি। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আরও আছেন মোশাররফ করিম। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেকে ভাবছে, একসময়ের ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে একটি পুরোনো মামলার নতুনভাবে তদন্ত শুরু করে পুলিশ কর্মকর্তা ফারিণ।

তানিম নূরের 'উৎসব' দেখা যাচ্ছে সিনেপ্লেক্সগুলোতে। স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ও যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে সিনেমাটি। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তাঁর সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাঁকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি। অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

ঢাকার স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে 'এশা মার্ডার: কর্মফল'৷ সিনেমার গল্পে দেখা যাবে একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিন মেয়ে। তিনটি খুনই হয় ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে শ্বাসরুদ্ধকর অভিযানে নামে পুলিশ কর্মকর্তা লিনা। পুলিশ কর্মকর্তা লিনা চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় এতে আরও আছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, ফারুক আহমেদ প্রমুখ।

পোস্টার, গান, টিজার দিয়ে প্রচারে এগিয়ে থাকলেও হলের দিক দিয়ে সুবিধা করতে পারেনি আলোক হাসানের 'টগর'। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো হল লিস্ট প্রকাশ করা হয়নি। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমার পাশাপাশি ঢাকার আজাদ সিনেমা হলে চলছে সিনেমাটি। টগর সিনেমায় দেখা যাবে বন্দর এলাকার গল্প। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তাঁর বিপরীতে আছেন পূজা চেরি।

ঈদের আগেই নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছিল শুরুতে সিনেপ্লেক্সে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে 'নীলচক্র' সিনেমার। সেই মোতাবেক স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় দেখা যাচ্ছে নীলচক্র। সিনেমার গল্পে দেখা যাবে, প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে। অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু প্রমুখ।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৮ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৮ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৯ ঘণ্টা আগে