বিনোদন প্রতিবেদক, ঢাকা

৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মাঝে। এবার জানা গেল সিনেমা মুক্তির তারিখ। ১৩ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সেই সঙ্গে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে গতকাল সন্ধ্যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিশা জানিয়েছেন, ‘৮৪০’ ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার রিলিজের পর থেকেই বেশ সাড়া পড়েছে দর্শকদের মাঝে। সবার মনেই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০। দর্শকদের জন্য সুখবর হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা, সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনায় তাহসিন মাহিম।

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ৮৪০ নিয়ে। ৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স্যাটায়ার হলেও এটি প্রথমটির সিকুয়েল নয়।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৮৪০-এর প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় নভেম্বর ২০২৩-এ এবং শেষ হয় আমি অসুস্থ হওয়ার আগে। এরপর সুস্থ হয়ে এডিট শুরু করি। তারপর নানা রকম এক্সপেরিমেন্টের পর কাজটা শেষ হয় সেপ্টেম্বরে।’

৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মাঝে। এবার জানা গেল সিনেমা মুক্তির তারিখ। ১৩ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সেই সঙ্গে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে গতকাল সন্ধ্যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিশা জানিয়েছেন, ‘৮৪০’ ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার রিলিজের পর থেকেই বেশ সাড়া পড়েছে দর্শকদের মাঝে। সবার মনেই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০। দর্শকদের জন্য সুখবর হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা, সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনায় তাহসিন মাহিম।

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ৮৪০ নিয়ে। ৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স্যাটায়ার হলেও এটি প্রথমটির সিকুয়েল নয়।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৮৪০-এর প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় নভেম্বর ২০২৩-এ এবং শেষ হয় আমি অসুস্থ হওয়ার আগে। এরপর সুস্থ হয়ে এডিট শুরু করি। তারপর নানা রকম এক্সপেরিমেন্টের পর কাজটা শেষ হয় সেপ্টেম্বরে।’

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে