
বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’

বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২০ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে