
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। মুক্তি উপলক্ষে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চালাচ্ছে নানা ধরনের প্রচারণা। এবার প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিল, কোনও দর্শক যদি ‘জ্বীন’ একা একা হলে বসে দেখতে পারে, তাহলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
ঢালিউডে ভৌতিক গল্পের সিনেমা রীতিমতো টর্চ জ্বেলে খুঁজতে হবে! দীর্ঘ ইতিহাসে এই ঘরানায় উল্লেখযোগ্য কোনও ছবি তৈরি হয়নি। সেই শূন্যস্থান কিছুটা পূরণ হতে যাচ্ছে আসন্ন ঈদে। কারণ মুক্তি পাচ্ছে ‘জ্বীন’ নামের একটি সিনেমা। যেটির নির্মিত হয়েছে ভৌতিক গল্পে, বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে।
আজ শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে বিষয়টির ঘোষণা দেওয়া হয়। তবে পুরস্কারটি পেতে হলে দর্শকদের মানতে হবে কিছু শর্ত। যেমন: একটি প্রেক্ষাগৃহে সম্পূর্ণ একা বসে পুরো ছবিটি দেখতে হবে; যদি পুরোটা না দেখতে পারেন, তাহলে হল ও অ্যাম্বুলেন্সের (যেটি দুর্ঘটনার আশঙ্কায় জরুরি প্রয়োজনে রাখা হবে) ভাড়া দিতে হবে দর্শককে।
বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্তা আব্দুল আজিজ বলেছেন, ‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটি ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে অনেক কিছুই আলোচনা হলো। সেখানে সব ছাত্রের উদ্দেশে ঘোষণা দেওয়া হয়, কেউ একা একটি হলে বসে ‘জ্বীন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হয়নি।’
এবার সেই ঘোষণাটি সব দর্শকের উদ্দেশে দিল জাজ। সঙ্গে স্পষ্ট সতর্কতা-‘ভয়ের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়।’ পূজা চেরী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন–আব্দুন নূর সজল ও জিয়াউল রোশান।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। মুক্তি উপলক্ষে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চালাচ্ছে নানা ধরনের প্রচারণা। এবার প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিল, কোনও দর্শক যদি ‘জ্বীন’ একা একা হলে বসে দেখতে পারে, তাহলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
ঢালিউডে ভৌতিক গল্পের সিনেমা রীতিমতো টর্চ জ্বেলে খুঁজতে হবে! দীর্ঘ ইতিহাসে এই ঘরানায় উল্লেখযোগ্য কোনও ছবি তৈরি হয়নি। সেই শূন্যস্থান কিছুটা পূরণ হতে যাচ্ছে আসন্ন ঈদে। কারণ মুক্তি পাচ্ছে ‘জ্বীন’ নামের একটি সিনেমা। যেটির নির্মিত হয়েছে ভৌতিক গল্পে, বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে।
আজ শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে বিষয়টির ঘোষণা দেওয়া হয়। তবে পুরস্কারটি পেতে হলে দর্শকদের মানতে হবে কিছু শর্ত। যেমন: একটি প্রেক্ষাগৃহে সম্পূর্ণ একা বসে পুরো ছবিটি দেখতে হবে; যদি পুরোটা না দেখতে পারেন, তাহলে হল ও অ্যাম্বুলেন্সের (যেটি দুর্ঘটনার আশঙ্কায় জরুরি প্রয়োজনে রাখা হবে) ভাড়া দিতে হবে দর্শককে।
বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্তা আব্দুল আজিজ বলেছেন, ‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটি ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে অনেক কিছুই আলোচনা হলো। সেখানে সব ছাত্রের উদ্দেশে ঘোষণা দেওয়া হয়, কেউ একা একটি হলে বসে ‘জ্বীন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হয়নি।’
এবার সেই ঘোষণাটি সব দর্শকের উদ্দেশে দিল জাজ। সঙ্গে স্পষ্ট সতর্কতা-‘ভয়ের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়।’ পূজা চেরী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন–আব্দুন নূর সজল ও জিয়াউল রোশান।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৪ ঘণ্টা আগে