Ajker Patrika

‘আগামীকাল’ আসছে ডিসেম্বরে

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২: ৫৫
‘আগামীকাল’ আসছে ডিসেম্বরে

ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার দেখা যাবে ইমনের বিপরীতে ‘আগামীকাল’ ছবিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি জুনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন টুটুল চৌধুরী। ইমন, মমসহ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী।

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ২০২০ সালে শেষ হয় পুরো ছবির কাজ।  কিন্তু করোনা পরিস্থিতির কারণে এত দিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। পরিস্থিতি অনুকূলে বলেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’

জাকিয়া বারী মম ও ইমনছবিতে চারটি গান রয়েছে। সুজন আরিফ ও প্রয়াত পৃথ্বীরাজের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও সুজন আরিফ।

ইমন বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে তিনি থাকলে কাজটা ভালো হয়। এই ছবিটি একটি থ্রিলার ছবি। আমাদের দেশে থ্রিলার ছবি খুব কম হয়। তাই রহস্যময় গল্পের এই ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমার বিশ্বাস।’

জাকিয়া বারী মম ও ইমনমম বলেন, ‘দর্শক ছবিটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠতে পারবেন না। এই ছবি একেবারেই থ্রিলারধর্মী। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। তাই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করেছি।’

ইমন ও মম ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ওই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। চলচ্চিত্রে এই প্রথম তাঁরা জুটি বেঁধেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত