
ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার দেখা যাবে ইমনের বিপরীতে ‘আগামীকাল’ ছবিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি জুনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন টুটুল চৌধুরী। ইমন, মমসহ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী।
থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ২০২০ সালে শেষ হয় পুরো ছবির কাজ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এত দিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। পরিস্থিতি অনুকূলে বলেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
ছবিতে চারটি গান রয়েছে। সুজন আরিফ ও প্রয়াত পৃথ্বীরাজের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও সুজন আরিফ।
ইমন বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে তিনি থাকলে কাজটা ভালো হয়। এই ছবিটি একটি থ্রিলার ছবি। আমাদের দেশে থ্রিলার ছবি খুব কম হয়। তাই রহস্যময় গল্পের এই ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমার বিশ্বাস।’
মম বলেন, ‘দর্শক ছবিটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠতে পারবেন না। এই ছবি একেবারেই থ্রিলারধর্মী। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। তাই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করেছি।’
ইমন ও মম ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ওই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। চলচ্চিত্রে এই প্রথম তাঁরা জুটি বেঁধেছেন।

ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার দেখা যাবে ইমনের বিপরীতে ‘আগামীকাল’ ছবিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি জুনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন টুটুল চৌধুরী। ইমন, মমসহ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী।
থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ২০২০ সালে শেষ হয় পুরো ছবির কাজ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এত দিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। পরিস্থিতি অনুকূলে বলেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
ছবিতে চারটি গান রয়েছে। সুজন আরিফ ও প্রয়াত পৃথ্বীরাজের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও সুজন আরিফ।
ইমন বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে তিনি থাকলে কাজটা ভালো হয়। এই ছবিটি একটি থ্রিলার ছবি। আমাদের দেশে থ্রিলার ছবি খুব কম হয়। তাই রহস্যময় গল্পের এই ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমার বিশ্বাস।’
মম বলেন, ‘দর্শক ছবিটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠতে পারবেন না। এই ছবি একেবারেই থ্রিলারধর্মী। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। তাই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করেছি।’
ইমন ও মম ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ওই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। চলচ্চিত্রে এই প্রথম তাঁরা জুটি বেঁধেছেন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১১ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১২ ঘণ্টা আগে