
আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘মা’। নির্মাণ করবেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নাটক নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। অসংখ্য ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও অরণ্য আনোয়ারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিগগিরই জানানো হবে অন্য কলাকুশলীদের নাম।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তিনি বলেন, ‘অরণ্য আনোয়ারের এটা প্রথম ছবি। ওনাকে টেলিভিশন পর্দা থেকেই চিনি। উনি একজন গুণী নির্মাতা। তাঁর প্রথম ছবিতে আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছেন, এটা পরম পাওয়া। তবে গল্পটা অসাধারণ। গল্পটা আমাকে এতটাই টেনেছে যে আমার চরিত্র কী তা নিয়ে ভাবিনি। শুধু গল্পটার সঙ্গে থাকতে চেয়েছি। এই চিত্রনাট্যে একটা অদ্ভুত শক্তি আছে। এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার মা নেই। তাই মায়ের চরিত্রে অভিনয় আবেগপ্রবণ করে দেবে আমাকে।’
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া দীর্ঘ সময় এই গল্প লালন করেছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। অনেক দিন ধরেই ছবিটি বানানোর প্রস্তুতি নিয়েছি। মায়ের গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য পরীকে উপযুক্ত মনে হলো। কিন্তু শঙ্কা ছিল যে ক্যারিয়ারের এই সময়ে মায়ের চরিত্রে অভিনয় করবেন কি না। এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শুনে পরী যেভাবে উচ্ছ্বসিত হয়ে রাজি হলেন, তাতে আমি মুগ্ধ।’
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির শিডিউল ফাঁকা নেই। এ সময় তিনি শুটিং করবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির। এরপর ‘প্রীতিলতা’ ছবিরও বাকি থাকা অংশের শুটিং করবেন। সব মিলিয়ে জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন পরীমণি—এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘মা’। নির্মাণ করবেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নাটক নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। অসংখ্য ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও অরণ্য আনোয়ারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিগগিরই জানানো হবে অন্য কলাকুশলীদের নাম।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তিনি বলেন, ‘অরণ্য আনোয়ারের এটা প্রথম ছবি। ওনাকে টেলিভিশন পর্দা থেকেই চিনি। উনি একজন গুণী নির্মাতা। তাঁর প্রথম ছবিতে আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছেন, এটা পরম পাওয়া। তবে গল্পটা অসাধারণ। গল্পটা আমাকে এতটাই টেনেছে যে আমার চরিত্র কী তা নিয়ে ভাবিনি। শুধু গল্পটার সঙ্গে থাকতে চেয়েছি। এই চিত্রনাট্যে একটা অদ্ভুত শক্তি আছে। এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার মা নেই। তাই মায়ের চরিত্রে অভিনয় আবেগপ্রবণ করে দেবে আমাকে।’
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া দীর্ঘ সময় এই গল্প লালন করেছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। অনেক দিন ধরেই ছবিটি বানানোর প্রস্তুতি নিয়েছি। মায়ের গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য পরীকে উপযুক্ত মনে হলো। কিন্তু শঙ্কা ছিল যে ক্যারিয়ারের এই সময়ে মায়ের চরিত্রে অভিনয় করবেন কি না। এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শুনে পরী যেভাবে উচ্ছ্বসিত হয়ে রাজি হলেন, তাতে আমি মুগ্ধ।’
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির শিডিউল ফাঁকা নেই। এ সময় তিনি শুটিং করবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির। এরপর ‘প্রীতিলতা’ ছবিরও বাকি থাকা অংশের শুটিং করবেন। সব মিলিয়ে জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন পরীমণি—এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১ দিন আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১ দিন আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে