বিনোদন ডেস্ক
একই দিনে দুটি সাড়া জাগানো সিনেমা মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ার লেটার’ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ
জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য। একটি বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনোসর, এ পরিবেশ তাদের জন্য উপযোগী। এতে জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি আছেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। গল্পের শেষে সবাই একটি দ্বীপে আটকা পড়ে এবং এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয়।
২৮ ইয়ারস লেটার
ভৌতিক সিনেমাটি পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। অভিনয় করেছেন জোডি কোমার, অ্যারন টেলর-জনসন, জ্যাক ও কনেল, অ্যালফি উইলিয়ামস, রালফ ফিয়েনস প্রমুখ। গল্পে দেখা যাবে, প্রায় তিন দশক কেটে গেছে জৈবিক অস্ত্র পরীক্ষাগার থেকে রেগে ভাইরাস ছড়িয়ে পড়েছে বাইরে। যারা এখনো রেগে ভাইরাসে আক্রান্ত হয়নি, তারা এক ছোট দ্বীপে আশ্রয় নিয়েছে। গ্রামকে পাহারা দিচ্ছে, যাতে ভাইরাস তাদের গ্রামে ঢুকতে না পারে। এই পরিস্থিতিতে ১২ বছর বয়সী স্পাইক তার মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাইরে যায়।
একই দিনে দুটি সাড়া জাগানো সিনেমা মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ার লেটার’ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ
জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য। একটি বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনোসর, এ পরিবেশ তাদের জন্য উপযোগী। এতে জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি আছেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। গল্পের শেষে সবাই একটি দ্বীপে আটকা পড়ে এবং এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয়।
২৮ ইয়ারস লেটার
ভৌতিক সিনেমাটি পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। অভিনয় করেছেন জোডি কোমার, অ্যারন টেলর-জনসন, জ্যাক ও কনেল, অ্যালফি উইলিয়ামস, রালফ ফিয়েনস প্রমুখ। গল্পে দেখা যাবে, প্রায় তিন দশক কেটে গেছে জৈবিক অস্ত্র পরীক্ষাগার থেকে রেগে ভাইরাস ছড়িয়ে পড়েছে বাইরে। যারা এখনো রেগে ভাইরাসে আক্রান্ত হয়নি, তারা এক ছোট দ্বীপে আশ্রয় নিয়েছে। গ্রামকে পাহারা দিচ্ছে, যাতে ভাইরাস তাদের গ্রামে ঢুকতে না পারে। এই পরিস্থিতিতে ১২ বছর বয়সী স্পাইক তার মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাইরে যায়।
তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য গতকাল মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে গিজরি থানার পুলিশ সেখানে যায়। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অভিনেত্রীর মরদেহ দেখতে পায়।
৬ ঘণ্টা আগে১১ জুলাই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’। একই দিনে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তি পাচ্ছে জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’।
৮ ঘণ্টা আগেসামান্থা ও রাজের নতুন একটি ছবি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। ডেট্রয়েটের রাস্তায় হাঁটছেন তাঁরা, সামান্থার কাঁধে রাজের হাত, রাজকে এক হাতে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তাঁর চোখমুখে খুশির ঝিলিক।
৯ ঘণ্টা আগে৫৪ বছরের সাইফ ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের প্রপৌত্র। হামিদুল্লাহ খানের দ্বিতীয় মেয়ে সাজিদা সুলতান ছিলেন সাইফের দাদি। হামিদুল্লাহর জ্যেষ্ঠ মেয়ে আবিদা সুলতান বেগম ’৪৭-এর দেশভাগের পর পাকিস্তানে চলে যান। অন্যদিকে সাজিদা সুলতান ভারতে থেকে যান এবং বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হন।
৯ ঘণ্টা আগে